
কলকাতা: বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ ১ কোটি ৪৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রয়াত তৃণমূল বিধায়ক প্রাক্তন মন্ত্রী রজপাল সিংহের পিএ ধীরাজ সরকারকে। পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারাসত আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার বাগুইআটির বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, তাঁর কাছ থেকে ধাপে ধাপে বিধান নগরের সেন্ট্রাল পার্কের কাছে বাড়ি বিক্রি নামে ১ কোটি ৪৭ লক্ষ টাকা নেয়। সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামেও প্রতারণা করেন বলে অভিযোগ। পরবর্তীতে বাড়ি না পেয়ে টাকা চাইতে গেলে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিতে থাকে। এমনটাই অভিযোগ পরবর্তীতে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এরপরেই তদন্তভার গ্রহণ করে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ। শুক্রবার ভোর রাতে অশ্বিনী নগর ফয়রাভবনের বাড়ি থেকে গ্রেফতার করে। বারাসত আদালতে পেশ করা হয়। ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।