SSC Recruitment Case: কোন জেলায় কত ‘যোগ্য-অযোগ্য’, SSC-এর কাছে তালিকা চাইল বিকাশ ভবন

SSC Recruitment Case: সূত্রের খবর, SSC-এর ২০১৬ সালের নিয়োগ প্যানেলের ভিত্তিতে 'অযোগ্য' ও 'চিহ্নিত নয়' অর্থাৎ যোগ্য না অযোগ্য সে নিয়ে ধন্দ রয়েছে এমন চাকরিহারাদের জেলাভিত্তিক পৃথক তালিকা চেয়েছে বিকাশ ভবন।

SSC Recruitment Case: কোন জেলায় কত যোগ্য-অযোগ্য, SSC-এর কাছে তালিকা চাইল বিকাশ ভবন
প্রতীকী ছবিImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Apr 14, 2025 | 10:39 AM

কলকাতা: এসএসসির কাছে যোগ্য ও অযোগ্যদের জেলাওয়াড়ি তালিকা চেয়েছে বিকাশ ভবন। নেতাজি ইন্ডোর থেকে চাকরিহারাদের কাছে দু’মাসের সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। একই ভাবে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে আশ্বাসের সুর শোনা গিয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলাতেও। এবার সেই বৈঠকের দিন কতক পেরতেই যোগ্য-অযোগ্য বাছাইয়ের ময়দানে নেমে পড়ল শিক্ষা দফতর।

সূত্রের খবর, SSC-এর ২০১৬ সালের নিয়োগ প্যানেলের ভিত্তিতে ‘অযোগ্য’ ও ‘চিহ্নিত নয়’ অর্থাৎ যোগ্য না অযোগ্য সে নিয়ে ধন্দ রয়েছে এমন চাকরিহারাদের জেলাভিত্তিক পৃথক তালিকা চেয়েছে বিকাশ ভবন। আগেও সারা রাজ্য়ের অযোগ্য ও চিহ্নিত নয় এমন শিক্ষকদের তালিকা শিক্ষা দফতরকে পাঠিয়েছিল SSC। এবার তার পাল্টাই জেলাওয়াড়ি তালিকা চাইল তারা।

বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, SSC যত দ্রুত এই তালিকা তাদের কাছে পাঠিয়ে দেবে। তত তাড়াতাড়ি জেলায় জেলায় থাকা ডিআই বা স্কুল পরিদর্শকদের সেই ভিত্তিতে কাজে লাগিয়ে দেবে শিক্ষা দফতর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই জেলাজুড়ে চিহ্নিত করা হবে চাকরিহারাদের।

প্রসঙ্গত, ব্রাত্যর বৈঠকের পরে চাকরিহারাদের কপাল থেকে চিন্তার ভাঁজ না সরলেও, সেই বৈঠকে তাদের আইনী পথে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা দেওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি, শিক্ষামন্ত্রী তাদের এও জানিয়েছিলেন, যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছে এসএসসি। আইনি পরামর্শের দিক থেকে সব ঠিক থাকলে আগামী সোমবার অর্থাৎ ২১ এপ্রিল তা প্রকাশ করা হবে। এছাড়াও , রাজ্য যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে উদ্যত্ত সেই নিয়েও চাকরিহারাদের আশ্বাস দেন তিনি।