Bikash Ranjan Bhattacharya: ‘আসলে পাশে থাকার বার্তা দিয়েই অসহায় মানুষগুলোকে উত্তেজিত করছে ওরা’, রাজ্যকে বিঁধলেন বিকাশ

Bikash Ranjan Bhattacharya: "নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে নাচা-গানে করে বললেন, আমি সবার পাশে রয়েছি, যোগ্য অযোগ্য সবাই আমার সম্পদ, একমাত্র শত্রু হচ্ছে বিকাশরঞ্জন ভট্টাচার্য, এখন মজা টের পাচ্ছেন!"

Bikash Ranjan Bhattacharya: আসলে পাশে থাকার বার্তা দিয়েই অসহায় মানুষগুলোকে উত্তেজিত করছে ওরা, রাজ্যকে বিঁধলেন বিকাশ
রাজ্য সরকারকে বিঁধলেন বিকাশরঞ্জন ভট্টাচার্যImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 22, 2025 | 2:30 PM

কলকাতা: অসহায় মানুষগুলোকে উত্তেজিত করছে রাজ্য সরকার। এখন তো এসবের মোকাবিলাও তাঁকেই করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বললেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

প্রতিশ্রুতি দেওয়ার পরও আইনি জটিলতায় যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি কমিশন। রাতভর অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন চাকিরাহারারা। দফতরের সামনের রাস্তা অবরুদ্ধ। রাতভর অবস্থানের পর বেলা প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক চাকরিহারা। সংবাদমাধ্য়মের ক্যামেরায় ধরা পড়ছে অসহায় মুখগুলো। এই পরিস্থিতিতে TV9 বাংলায় ফোনে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ” আদালতের নির্দেশ তো ওনারা মানছেন না। হাইকোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করুন। নির্দেশের বাইরে গিয়ে অকারণে উত্তেজিত করলেন চাকরিহারাদের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে নাচা-গানে করে বললেন, আমি সবার পাশে রয়েছি, যোগ্য অযোগ্য সবাই আমার সম্পদ, একমাত্র শত্রু হচ্ছে বিকাশরঞ্জন ভট্টাচার্য, এখন মজা টের পাচ্ছেন!”

বিকাশের কথায়, “দুর্নীতির সমস্ত তথ্য সামনে আনতেই হবে। টাকা ফেরত দিতেই হবে। যদি উনি বলেন, সুপ্রিম কোর্টের রায় তিনি মানেন না, চাকরিহারাদের পাশে রয়েছেন, এই সব বলে তো আসলে অসহায় মানুষগুলো উত্তেজিত করা হচ্ছে আইনি ব্যবস্থার বিরুদ্ধে। এখন তাঁকেই তো এসবের মোকাবিলা করতে হবে।”

এদিকে, মঙ্গলবারও গোয়ালতোড়ের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে এক হাত নেন। তিনি বলেন, “বাংলায় কয়েকটা লোক রয়েছে, শিক্ষকদের চাকরি খাওয়ার জন্য। সরকারি চাকরি খাওয়ার জন্য। যে কোনও ব্যাপারে কথায় কথায়, জনগণের কথা ভাবে না, কথায় কথায় কোর্টে গিয়ে শুধু পিল খায়। পিল খায়, আর পিল করে। এর জন্য আদালত দায়ী নয়, দায়ী তারা, যারা মুখে বড় বড় কথা বলে, কিন্তু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা খাবে?”