Biman Basu: দলের এক প্রস্তাবে বাংলা ছেড়েই চলে যেতে চেয়েছিলেন বিমান বসু… EXCLUSIVE বামফ্রন্ট চেয়ারম্যান
Biman Basu: লোকসভা ভোটেও তাঁকে দাঁড় করাতে চেয়েছিল দল। বিমান বসু বলেন, "আবার ৮০ সালে আমাকে লোকভায় প্রার্থী হতে বলা হল। আমি তখনও বাংলায় ছিলাম না। বিদেশে ছিলাম। ব্যস! এসে বললাম না হবে না। আমাকে বলা হল, না তাতে সুবিধা হবে। আমি তখন বললাম, সুবিধা হবে যদি কেউ বলে থাকে আমি প্রচারের কাজ করব।"

বিমান বসু বলেন, “২৯ বছর বয়সে আমাকে বলা হয়েছিল বিধানসভায় প্রার্থী হতে হবে। সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সেই সময় আমি রাজস্থানে ছিলাম। আমি এসে বললাম একদম না। তখন জোরাজুরি করছিল। আমি বললাম আই উইল লিভ দিস বেঙ্গল। অন্য রাজ্যে চলে যাব। বোধহয় সেটা করলেই ভাল হতো।” কেন? বিমানবাবুর সংযোজন, “তাহলে কেউ জোর জবরদস্তি করতে পারত না।”
এরপর লোকসভা ভোটেও তাঁকে দাঁড় করাতে চেয়েছিল দল। বিমান বসু বলেন, “আবার ৮০ সালে আমাকে লোকভায় প্রার্থী হতে বলা হল। আমি তখনও বাংলায় ছিলাম না। বিদেশে ছিলাম। ব্যস! এসে বললাম না হবে না। আমাকে বলা হল, না তাতে সুবিধা হবে। আমি তখন বললাম, সুবিধা হবে যদি কেউ বলে থাকে আমি প্রচারের কাজ করব। তাতেও সুবিধা হবে। আমাকে তো রাজ্যসভাতেও পাঠানোর কথা বলেছিল। কিন্তু ওসবের দরকার নেই আমার। আছেন তো অন্য কমরেডরা। তাঁরা করবেন। আমি পারব না।”
