Operation Sindoor: ‘আর যেন কারও সিঁদুর না মোছে…’, খবরটা পেতেই কান্নায় ভেঙে পড়লেন বিতানের স্ত্রী

Operation Sindoor: একেবারে পাকিস্তানে ঢুকে ৯টা জঙ্গিঘাঁটি উড়িয়েছে সেনা। প্রতিশোধ নিয়েছে ভারত। আর এই খবর জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েছেন পহেলগাঁওয়ে হামলায় প্রাণ হারানো বিতান অধিকারীর স্ত্রী।

Operation Sindoor: আর যেন কারও সিঁদুর না মোছে..., খবরটা পেতেই কান্নায় ভেঙে পড়লেন বিতানের স্ত্রী
বিতান অধিকারীর স্ত্রী কান্নায় ভেঙে পড়লেনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 07, 2025 | 1:12 PM

কলকাতা: সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা। ধর্ম জিজ্ঞাসা করে বেছে-বেছে খুন করেছিল ছাব্বিশ জন পর্যটককে। স্ত্রী ও তাঁদের সন্তানদের সামনেই খুন করা হয়েছিল পুরুষদের। মঙ্গলবার রাতে তারই যোগ্য জবাব দিয়েছে ভারত। একেবারে পাকিস্তানে ঢুকে ৯টা জঙ্গিঘাঁটি উড়িয়েছে সেনা। প্রতিশোধ নিয়েছে ভারত। আর এই খবর জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েছেন পহেলগাঁওয়ে হামলায় প্রাণ হারানো বিতান অধিকারীর স্ত্রী। ভারত সরকারকে ধন্যবাদ দিয়ে তিনি জানিয়েছেন, সরকার বিচার দিয়েছে।

ফ্লোরিডা থেকে কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরতে গিয়েছিলেন বিতান অধিকারী ও তাঁর স্ত্রী এবং ছোট সন্তান। তবে ফেরেননি বিতান। জঙ্গিরা খুন করেছে তাকে। কলকাতায় ফিরে বিতানের স্ত্রী জানান, ধর্ম জেনে মেরে চোখের সামনেই মেরে ফেলা হয়েছে তাঁকে। এই নৃশংস হামলার প্রতিশোধ চেয়েছিল দেশবাসী। কেন্দ্রের মোদী সরকার আগেই বলেছিল ‘যোগ্য জবাব দেওয়া হবে….।’ সেই মতো ঘটনার পনেরো দিনের মধ্যেই পাকিস্তানে ঢুকে প্রায় ১০০ জন জঙ্গিকে খতম করেছে সেনা।

এই খবর শুনেছেন সদ্য স্বামীহারা বিতানের স্ত্রী। প্রতিশোধ পূর্ণ হয়েছে জানিয়েছেন তিনি। কাঁদতে এও বলেন, “জাস্টিস চেয়েছিলাম সরকারের কাছে। ভারত সরকার অ্যাকশন নিয়েছে। একটাই প্রার্থনা ভবিষ্যতে যাতে আর কারও সিঁদুর যেন না মোছে। সরকার যাতে এই জঙ্গিদের প্রতি যাতে কঠোর হয়। এমন মর্মান্তিক মৃত্যু আর যেন কারও স্ত্রী ও সন্তানকে দেখতে না হয়।”