Bandh: ‘এটা আফগানিস্তান-পাকিস্তান নয়…’, পুলিশের উপরে ফুঁসে উঠলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল

Soma Das | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 28, 2024 | 7:49 AM

BJP Bandh: বিজেপি নেত্রী এরপর গতকালের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়েও আক্রমণ করেন। বলেন, "আপনারা গতকাল মারলেন, কাঁদানে গ্যাস চার্জ করলেন। ইট মারলেন সাধারণ মানুষকে। আপনারা পুলিশ বলে যা খুশি করবেন? আপনারা এরকম করতে পারেন না।"

Bandh: এটা আফগানিস্তান-পাকিস্তান নয়..., পুলিশের উপরে ফুঁসে উঠলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল
অগ্নিমিত্রা পলের সঙ্গে পুলিশের বচসা।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

কলকাতা: আজ ১২ ঘণ্টার বনধের ডাক বিজেপির। বনধের সমর্থনে সকালেই পথে নামলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ভবানীপুরে গাড়ি আটকিয়ে তিনি বনধ পালনের অনুরোধ করেন। বাজারের ভিতরে ঢুকেও দোকানিদের দোকানপাট বন্ধ রাখতে বলেন। ব্যারিকেড টেনে রাস্তা বন্ধ করে রাস্তায় বসে পড়েন তিনি। বাজারের ভিতরেই এক পুলিশকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।

এ দিন ভবানীপুরের যদুবাবুর বাজার এলাকায় বনধ পালন করতে বলছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। যদু বাজার সংলগ্ন নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে রাস্তায় যানবহন চলাচল বন্ধ করার জন্য চালকদের কাছে আবেদন জানান তিনি। তিনি যখন দোকান বন্ধ রাখার অনুরোধ করছিলেন, সেই সময়ই পুলিশ আধিকারিকরা এসে বিজেপি কর্মীদের সরানোর চেষ্টা করেন। এক পুলিশকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী। তিনি প্রশ্ন করেন, “কেন বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে?“, পাল্টা জবাবে পুলিশকর্মীও বলেন, “আপনি কেন দোকান বন্ধ করাচ্ছেন?”

বিজেপি নেত্রী এরপর গতকালের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়েও আক্রমণ করেন। বলেন, “আপনারা গতকাল মারলেন, কাঁদানে গ্যাস চার্জ করলেন। ইট মারলেন সাধারণ মানুষকে। আপনারা পুলিশ বলে যা খুশি করবেন? আপনারা এরকম করতে পারেন না।”

পাল্টা জবাবে ওই পুলিশকর্মী বলেন, “পুলিশ কী করেছে, সবাই জানে”। এরপরই আরও তেঁতে ওঠেন বিজেপি নেত্রী। পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “এটা আফগানিস্তান, পাকিস্তান নয় যে আমার মুখ বন্ধ করতে পারবেন। সুপ্রিম কোর্ট বলেছে আরজি কর কাণ্ডে আপনারা জোরপূর্বক কিছু করতে পারবেন না।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

প্রসঙ্গত, আজ সকাল থেকেই থমথমে পরিস্থিতি বাংলাজুড়ে। শুধু শহর কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও বনধের চিত্র দেখা গিয়েছে। বাস-ট্রেন অবরোধ করছেন বিজেপি কর্মীরা।

Next Article