AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Tibrewal: প্রায় সাড়ে ১৩ লাখ টাকার গয়না, জানেন কত কোটি টাকার সম্পত্তির মালিক বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা?

Bhabanipur By Poll: সোমবারই মনোনয়ন জমা দিয়েছেন ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রের বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। জানেন কত সম্পত্তির মালিক তিনি?

Priyanka Tibrewal: প্রায় সাড়ে ১৩ লাখ টাকার গয়না, জানেন কত কোটি টাকার সম্পত্তির মালিক বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা?
নিজের সম্পত্তির পরিমাণ জানালেন প্রিয়াঙ্কা। অলংকরণ: অভীক দেবনাথ
| Edited By: | Updated on: Sep 14, 2021 | 5:16 PM
Share

কলকাতা: সোমবারই মনোনয়ন জমা দিয়েছেন ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রের বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। জানেন কত সম্পত্তির মালিক তিনি?

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রিয়াঙ্কার জমা দেওয়া হলফনামার তথ্য বলছে, তাঁর কাছে নগদ অর্থের পরিমাণ ল৩ লক্ষ ১৮ হাজার ১৮৯ টাকা। স্বামীর হাতে রয়েছে আদিত্যকুমার টিবরেওয়ালের হাতে রয়েছে ২৪ হাজার ৯০০ টাকা। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট কয়েক লক্ষ টাকা রয়েছে তাঁদের। প্রিয়াঙ্কার নিজের রয়েছে মাহিন্দ্রা স্করপিও কার। যার বাজারমূল্য ১৫ লক্ষ ৭৯ হাজার ৯৬৯ টাকা। স্বামীর আছে রয়েছে একটি গাড়ি, তারও দাম ১৫ লক্ষ টাকার বেশি।

এছাড়া ভবানীপুরের বিজেপি প্রার্থীর অলঙ্কারের মধ্যে রয়েছে ৪০০ গ্রাম সোনা ও হিরের গহনা। যার দাম ১২ লক্ষ ৯২ হাজার ১৫৮ টাকা। সোনার কয়েন আছে তাঁর। সেটার দাম ৩৪ হাজার টাকা। আর রুপোর গয়না ও কয়েন মিলিয়ে অলঙ্কারের দাম ৫০ হাজার টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে কলকাতায় একটি ফ্ল্যাট আছে প্রিয়াঙ্কার। স্বামী ও তাঁর যৌথ মালিকানায় রয়েছে সেটি। তাঁর নিজের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮২ লক্ষ ৩১ হাজার ২২২ টাকা। এবং স্থাবর সম্পত্তির মূল্য ৫২ লক্ষ টাকা।

তাছাড়া প্রিয়াঙ্কার বাজারে দেনা রয়েছে ২২ লক্ষ ৩৫০ টাকা। সেটা একটি ব্যাঙ্ক লোন। এর আগে একুশের ভোটে কলকাতার এন্টালি থেকে প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা। গত ৩রা এপ্রিল প্রিয়ঙ্কা তাঁর নির্বাচনী হলফনামায় জানিয়েছিলেন তাঁর মোট সম্পত্তি ৩ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮৭৯ টাকা। এবং তাঁর মোট দেনার পরিমাণ ৬৫ লাখ ৭০ হাজার ২১০ টাকা।

প্রিয়াঙ্কার জন্ম ১৯৮১ সালে। তিনি লেখাপড়া করেন কলকাতার ওয়েল্যান্ড গোলস্মিথ স্কুলে। দিল্লি থেকে এর পরে স্নাতক এবং আইন বিষয়ে স্নাতক হন হাজরা ল-কলেজ থেকে। এর পরে এমবিএ করেন থাইল্যান্ড অ্যাসাম্পশন ইউনিভার্সিটি থেকে মানবসম্পদ বিষয়ে নিয়ে। বিধানসভা নির্বাচনের সময়ে তিনি যে ঘোষণা করেছিলেন তাতে, নিয়ম অনুযায়ী আরোও সম্পত্তি যুক্ত রয়েছে প্রিয়ঙ্কার স্বামী আদিত্যকুমার টিবরেওয়ালের। পারিবারিক সম্পত্তির হিসাবও তাতে দেখানো আছে। তাতে সর্বমোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬০ লাখ টাকার ওপর।

উল্লেখ্য, এবার ভবানীপুর উপনির্বাচনে তিন প্রার্থীরই রয়েছে আইনের ডিগ্রি। এর মধ্যে প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস প্র্যাকটিস করেন। অন্যদিকে ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর সম্পত্তির পরিমমাণ জানিয়ে কমিশনে হলফনামা দিয়েছেন আগেই।

নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমমাণ ১৫ লক্ষ ৪৭ হাজার ৮৪৫ টাকা। গত অর্থবর্ষের তুলনায় যা প্রায় ৫ লক্ষ টাকা বেশি। পাশাপাশি মমতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ ১৩ লক্ষ ১১ হাজার ৫১২ টাকা। হলফনামার তথ্য অনুযায়ী ভবানীপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা। তাতে রয়েছে মুখ্যমন্ত্রীর গয়নার পরিমাণের কথাও। হলফনামা অনুযায়ী মুখ্যমন্ত্রীর ৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম অলঙ্কার রয়েছে।

তাছাড়া মুখ্যমন্ত্রীর নিজের নামে কোনও বাড়ি, গাড়ি, চাষযোগ্য জমি নেই। তিনি কোনও ঋণ-ও নেননি। কোনও কর বকেয়া নেই তাঁর নামে। হলফনামা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কাছে এখন নগদ টাকার পরিমাণ ৬২ হাজার ৫৯০ টাকা।

আরও পড়ুন: Priyanka Tibrewal: বাবুলের পরামর্শদাতা থেকে মমতার প্রতিদ্বন্দ্বী, কী ভাবে বিজেপির ‘গুডবুকে’ প্রিয়াঙ্কা? 

শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!