
নয়া দিল্লি: এসআইআর ঘোষণার ঠিক আগেই পশ্চিমবঙ্গে বড়সড় রদবদল ঘটেছে। আমলা থেকে আধিকারিক, প্রশাসনিক স্তরে বাংলায় ঘটেছে বিরাট রদবদল। জেলাশাসক, এসডিও, ওএসডি এবং অতিরিক্ত জেলাশাসক মিলিয়ে বহু অফিসারের বদলি হয়েছে। এবার সেই ইস্যুতেই সরব হল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কমিশনে অভিযোগ জানাল তারা।
রাজ্যে মোট ২৩৫ জন আধিকারিককে বদলি করা নিয়ে সরব হয়েছে বিজেপি। নির্বাচন কমিশন যাতে এ ব্যাপারে পদক্ষেপ করে, তার জন্য কমিশনকে চিঠি দিয়েছে বিজেপি। এর মধ্যে SIR-এর সঙ্গে যুক্ত বিডিও রাও আছেন। এই পদক্ষেপ নির্বাচন কমিশনের নির্দেশিকাকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে নেওয়া হয়েছে বলে বিজেপির অভিযোগ।
নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বদলি করা হয়েছে মোট ১০ জন জেলাশাসক, ২৪ জন এডিএম, ১৫ জন এসডিও এবং ১০ জন ওএসডি।
সোমবার কমিশনের সাংবাদিক বৈঠকেও বিষয়টি উঠে আসে। এদিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ‘প্রশাসনিক রদবদল রাজ্য সরকারের অধিকারের মধ্য়ে পড়ে। যদি কোনও রাজ্য চায়, তারা SIR-এর আগে প্রশাসনিক রদবদল করাতেই পারে। এতে সমস্যার কিছুই নেই।’ তবে এসআইআর ঘোষণা হয়ে গেলে, কোনও রাজ্য এই কাজ করতে পারে না। সে ক্ষেত্রে তাদের নির্বাচন কমিশনের থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন জ্ঞানেশ কুমার।
পশ্চিমবঙ্গে এসআইআর হলে রাজ্য কতটা সহযোগিতা করবে, সেই প্রশ্নও উঠেছে। জ্ঞানেশ কুমার জানিয়েেছেন, নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সমীক্ষা করে নিজের দায়িত্ব পালন করছে। একইরকমভাবে রাজ্যগুলি নিজের দায়িত্ব পালন করবে।”