রুখতেই হবে বিজেপির লালবাড়ি অভিযান! বাছাই করা অফিসারদের পথে নামাল লালবাজার

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 05, 2021 | 12:28 PM

BJP KMC Abhijan: জেপির মিছিল আটকাতে তৎপর পুলিশ করেছে একাধিক পদক্ষেপ।

রুখতেই হবে বিজেপির লালবাড়ি অভিযান! বাছাই করা অফিসারদের পথে নামাল লালবাজার
কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের

Follow Us

কলকাতা: করোনা কালে বিধি নিষেধের কথা মাথায় রেখে পুলিশ আগেই হুঁশিয়ারি দিয়েছিল। অনুমতি দেয়নি কোনও কর্মসূচিরই। কিন্তু ‘নাছোড়’ বিজেপি আজ রওনা দিচ্ছে লালবাড়ির উদ্দেশে (BJP’s KMC Abhijan)। ইস্যু, রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ। পরিস্থিতি অপ্রীতিকর হতেই পারে, আশঙ্কা করে তাই আগেভাগেই কোমর বেঁধে নেমেছে কলকাতা পুলিশ। শহর যেন আজ পুলিশে পুলিশে ছয়লাপ।

সোমবার দুপুর ১টায় হিন্দ সিনেমার সামনে জমায়েত করবেন বিজেপি নেতারা। সেখান থেকে শুরু হবে কলকাতা পুরসভা অভিযান। কোভিড বিধি থাকায় পুলিশ এই অভিযানে অনুমতি দেয়নি। জমায়েত করলে মহামারী আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে পুলিশের হুঁশিয়ারিকেও আমল দিতে নারাজ দিলীপ ঘোষেরা।

বিজেপির মিছিল আটকাতে তৎপর পুলিশ করেছে একাধিক পদক্ষেপ।

♦ মিছিলের ভিডিয়োগ্রাফি করা হবে।

♦ রানি রাসমণি স্কোয়ারে ও হগ স্ট্রিটে ভিডিয়ো করার জন্য পুলিশের তরফে লোক মোতায়েন রাখা হবে।

♦ অ্যালুমিনিয়াম গার্ডওয়াল থাকবে আরএএম স্কোয়্যার থেকে এনসি স্ট্রিট পর্যন্ত।

♦ নবান্ন , রাজ ভবন ও রাইটার্সের সামনে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। যাতে বিক্ষোভকারীদের কেউ ভিতরে ঢুকে অশান্তি পাকানে না পারে।

♦ মেট্রো চ্যানেলের আউট গেটে জল কামানের ব্যবস্থা থাকবে।

♦ পুরসভা গেটে অতিরক্ত ফোর্স, লাঠিধারী পুলিশও থাকবে। মোতায়েন থাকবেন অসংখ্যা মহিলা পুলিশ কর্মী।

♦ রানি রাসমণি স্কোয়ারে দায়িত্বে থাকবেন একজন যুগ্ম-কমিশনার, দু’জন অতিরিক্ত কমিশনার, তিনজন ডেপুটি কমিশনার।

♦ থাকবেন ডিসি সেন্ট্রাল, ডিসি রিসার্ভ ফোর্স, ডিসি ট্রাফিক, ডিসি ওয়্যারলেস, ডিসি কমব্যাট ব্যাটেলিয়ন। এছাড়াও থাকছেন প্রচুর সাদা পোশাকের পুলিশ।

আরও পড়ুন: বিধি নিষিধের বেড়াজাল ‘ডোন্ট কেয়ার’! অনড় বিজেপির লক্ষ্য আজ লালবাড়ি

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, “পুলিশকে অবগত করা হয়েছে যে, শান্তিপূর্ণ আন্দোলন হবে। বাধা দিলে তখন দেখা যাবে। যদি পুলিশ বাড়াবাড়ি করতে চায়, যদি চায় আইনশৃঙ্খলার অবনতি হোক, তাহলে তার পরিণাম তাদেরই ভুগতে হবে।” আজ বিজেপির অনড় মানসিকতা বনাম পুলিশের কড়া পদক্ষেপের  কী পরিণাম হতে চলেছে, তাতে মুখিয়ে বাংলা।

Next Article