কলকাতা: সম্প্রতি কুড়মি আন্দোলনকারীদের একাংশকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মন্তব্যের জেরে বেজায় চটেছেন আন্দোলনকারীরা। ২৪ ঘণ্টার মধ্য়ে দিলীপকে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। তবে নিজের সিদ্ধান্তে অনড় বিজেপি নেতা। সাফ-সাফ জানিয়ে দিলেন তিনি ক্ষমা চাইবেন না।মঙ্গলবার দিলীপ ঘোষের জায়গায় কুড়মি আন্দোলনকারীদের একাংশের কাছে ক্ষমা চেয়ে নেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরও অবশ্য চিড়ে গলেনি। দিলীপবাবু সোজা কথা, ‘যে অন্যায় করে সে ক্ষমা চায়। আমি করিনি। ওরা আমার রাস্তা ঘেরাও করেছে। আমার বাড়ি এসেছে।”
বিজেপি নেতা অনুমান করছেন যে ভাবে কুড়মি আন্দোলনকারীদের একাংশ বিজেপি পার্টি অফিস ভাঙচুর করেছেন এতে মনে হচ্ছে তৃণমূলের সঙ্গে কোনও একটি যোগসূত্র রয়েছে। দিলীপ ঘোষ প্রশ্ন করেন, “দীর্ঘদিন ধরে টিএমসি আমার পথ আটকে গাড়ি ভাঙচুর করেছে। পার্টি অফিস ভাঙচুর করেছে। আজকে কুড়মি আন্দোলনের কিছু লোক ইচ্ছাকৃতভাবে একই কাজ করছে। তাহলে কি তৃণমূলের সঙ্গে একটা সম্পর্ক আছে? ওনারা বলছেন কুড়মি আন্দোলন সম্পূর্ণরূপে অরাজনৈতিক। অথচ তাঁরা রাজনৈতিক ব্যক্তিত্বদেরই আটকাচ্ছে কেন?”
প্রসঙ্গত, সোমবার দিলীপ ঘোষের মন্তব্যে প্রতিবাদের ঝড় ওঠে জঙ্গলমহল জুড়ে। প্রবল বিক্ষোভ দেখান কুড়মিদের একাংশ। কুশপুতুল দাহ করার পাশাপাশি বেধে দেওয়া হয় সময় সীমা। কুড়মিদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে দিলীপ ঘোষ ক্ষমা না চাইলে ৫০ হাজার কুড়মি নিয়ে বিজেপি নেতার বাড়ি ঘেরাওয় করা হবে।