Dilip Ghosh slams TMC: বাংলায় বোমা কারবারি হল শিল্প, গাড়ি করে সাপ্লাই দেয় তৃণমূল: দিলীপ ঘোষ

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 16, 2021 | 10:06 AM

Dilip Ghosh: বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তাঁর কটাক্ষ, "গ্রামেগঞ্জে বন্দুকের কারখানা চলছে, টিএমসি পার্টি অফিস থেকে বস্তা বস্তা বোমা উদ্ধার হয়। এখন সেটাই শিল্প''।

Dilip Ghosh slams TMC: বাংলায় বোমা কারবারি হল শিল্প, গাড়ি করে সাপ্লাই দেয় তৃণমূল: দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: ফের বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূলকে (TMC) একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তাঁর কটাক্ষ, “গ্রামেগঞ্জে বন্দুকের কারখানা চলছে, টিএমসি পার্টি অফিস থেকে বস্তা বস্তা বোমা উদ্ধার হয়। এখন সেটাই শিল্প গাড়িতে করে চারিদিকে সাপ্লাই হচ্ছে। আইন-শৃঙ্খলা অবস্থা কোথায় পৌঁছেছে সমাজবিরোধীরা বেপরোয়া হয়ে গেছে এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায়”।

প্রসঙ্গত, সম্প্রতি বর্ধমান শহরে ২০টি বোমা সহ যাত্রীবাহী সরকারি বাস থেকে গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে। পানাগড় আর্মি ক্যাম্পের দিকে যাওয়া ওই বাসটিতে ওঠে ওই দুষ্কৃতী বলে খবর। এর পর নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশ মহলে সতর্কতা বেড়েছে। অন্যদিকে মালদহ থেকে বীরভূম, প্রায় প্রতিদিনই বিচ্ছিন্ন ভাবে বোমাবাজির ঘটনা, বোমা উদ্ধারের খবর সামনে আসে। এ নিয়েই দিলীপ রাজ্য সরকারকে বিঁধলেন বলে মনে করা হচ্ছে।

এদিকে কলকাতা পুরভোটের প্রচারে নেমে বুধবারই মমতা ঘোষণা করেছেন এ রাজ্যে শিল্প তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধি করে তিনি দেখাবেনই। বিরোধীদের কুৎসা, অপপ্রচার তাঁকে রুখতে পারবে না বলে মন্তব্য করেন মমতা। পাশাপাশি কলকাতাকে স্বপ্নের নগরী বলে মমতা জানান, পুরভোটেও মানুষ তাঁদেরই সঙ্গে থাকবে।

তাছাড়া মুখ্যমন্ত্রীর জনসভা থেকে বলেছিলেন কলকাতা মহিলাদের জন্য সুরক্ষিত। আর এ নিয়ে দিলীপ ঘোষের টিপ্পনী, “কলকাতায় পুলিশের হাতে মহিলারা সুরক্ষিত নয়। আমরা জানি মহিলা সুরক্ষার জন্য সহযোগিতা চাইতে গিয়েছিলেন, সেই মহিলাদের শ্লীলতাহানি করেছে পুলিশ।” দিলীপ আরও যোগ করেন, “উনি (পড়ুন মমতা) বললে হবে না। সাধারণ মানুষ যখন বলবেন, তখন সুরক্ষিত। গায়ের জোরে লোকের মুখ বন্ধ করে দিয়ে এখানে শান্তি চলছে,- এটা বললে আমার মনে হয় বেশি বলা হয়ে যাচ্ছে”।

আবার ইউনেস্কোর মতো সংস্থার কলকাতার দুর্গাপুজোকে দেওয়া এমন স্বীকৃতিতে তিনিও খুশি বলে জানান দিলীপ। তবে এ নিয়ে শাসক শিবিরের উচ্ছ্বাস নিয়েও কটাক্ষ করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। দিলীপ বলেন, “টিএমসি কি দুর্গাপুজো শুরু করেছে?এমন ভাব করছে, যেন ওরা এয়ারপোর্ট তৈরি করেছে… স্বাধীনতা নিয়ে এসছে, হাওড়া ব্রিজ তৈরি করেছে।” এখানে না থেমে তিনি আরও যোগ করেন, “যা ছিল সেটাকে নষ্ট করছে (তৃণমূল)। দুর্গাপূজা নিয়ে লোককে কেন পারমিশনের জন্য কোর্টে যেতে হয়? বিসর্জনের জন্য কেন কোর্টে যেতে হয়? কত দুর্ভাগ্যের বিষয়! বিশ্ব বিখ্যাত ঐতিহ্যকে ওরা রাজনৈতিক ও ভোটের স্বার্থে কলুষিত করছে।”

আরও পড়ুন: Mamata Banerjee: ‘জলের পাইপও আমি সারাব তো তুমি কাউন্সিলর থাকবে কেন?’ নিজের ওয়ার্ডে ভাতৃবধূকে টিকিট দেওয়ার কারণ জানালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: Mamata Banerjee on Awas Yojona: ‘টাকা নিয়ে ঘর দেওয়া…ওসব চলবে না, এই বলে রাখলাম’ 

Next Article