বার্লার ‘বঙ্গভঙ্গ’ ডাকের প্রতিবাদ! বিজেপি ভেঙে তৃণমূলে আলিপুরদুয়ারের জেলা সভাপতি, সম্পাদকরা
২০১৯ সালে লোকসভা ভোটের পর উত্তরবঙ্গে গেরুয়া (BJP) ঝড় উঠেছিল। কিন্তু একুশের বিধানসভা ভোট মিটতেই সে ছবিতে বদল আসে।
কলকাতা: তৃণমূলে (Trinamool Congress) যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি। সোমবারই তপসিয়ায় তৃণমূল ভবনে এসে ঘাসফুল পতাকা হাতে তুলে নেন গঙ্গাপ্রসাদ শর্মা। মুকুল রায়, ব্রাত্য বসু, সুখেন্দুশেখর রায়ের উপস্থিতিতে শাসকদলে যোগ দেন ডুয়ার্সের এই দাপুটে বিজেপি নেতা।
তৃণমূলে যোগ দিয়ে গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, নির্বাচনের আগে থেকেই বিজেপিতে ভাঙন শুরু হয়েছিল। জেলাকে গুরুত্ব দেওয়া হয়নি। জেলাকে না জানিয়ে দিল্লি গিয়ে সব যোগদান করে এসেছে। গঙ্গাপ্রসাদের কথায়, “ভোটের আগে বিজেপি ছাড়িনি। ভাল ফল দিয়েছি। তারপর যোগদান করলাম।”
গঙ্গাপ্রসাদ শর্মা ছাড়াও এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের সাধারণ সম্পাদক বীরেন্দ্র বরা, জেলার সম্পাদক বিনোদ মিঞ্জ ও অসীম কুমার লামা, সহ সভাপতি বিপ্লব সরকার, কুমারগ্রাম মণ্ডল প্রেসিডেন্ট নিশান লামা, কালচিনি বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক কৃপাশঙ্কর জয়সওয়াল, কালচিনির সহ আহ্বায়ক কিশোরকুমার বিশ্বকর্মা।
২০১৯ সালে লোকসভা ভোটের পর উত্তরবঙ্গে গেরুয়া ঝড় উঠেছিল। কিন্তু একুশের বিধানসভা ভোট মিটতেই সে ছবিতে বদল আসে। এরইমধ্যে সম্প্রতি বিজেপির অস্বস্তি বাড়িয়েছে দলেরই সাংসদ জন বার্লা। তিনি উত্তরবঙ্গকে নতুন রাজ্য হিসাবে ভাগ করতে চান। তেমনটা না হলে কেন্দ্র শাসিত অঞ্চল হলেও চলবে। তবে উত্তরবঙ্গকে তিনি কোনও ভাবেই পশ্চিমবঙ্গের মধ্যে দেখতে চান না। অর্থাৎ ‘বঙ্গভঙ্গ’ চাইছেন বিজেপি সাংসদ। সে কারণেই বিজেপি শিবিরেও ভাঙন। বাংলা ভাগের দাবির বিরোধিতায় দল ছাড়ার হিড়িক দেখা যাচ্ছে।