
কলকাতা: মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। “মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ নয়। ভারতের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাকই মেয়েদের পরা উচিত।” মধ্যপ্রদেশের মন্ত্রীর এ মন্তব্যেই চলছে চাপানউতোর। চেপে ধরেছে ঘাসফুল শিবির। ভিডিয়ো পোস্ট করে কৈলাসের পদত্যাগের দাবি করেছে তৃণমূল। রাজনৈতিক মহলেও জোরদার চর্চা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে এক মঞ্চ থেকে কৈলাস মেয়েদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, “ভাল অলঙ্কার, ভাল-সুন্দর পোশাক পরা মেয়েদের সবাই পছন্দ করে। এটাই সবচেয়ে সুন্দর। কিন্তু, বিদেশে যাঁরা ছোট পোশাক পরে তাঁদের ভাল মনে করা হয়।” এখানেই না থেমে নিজের বক্তব্যের সমর্থনে যুক্তি দিতে গিয়ে তিনি আরও বলেন, “ওখানে কম কাপড় পরা মেয়ে আর কম কথা বলা নেতাকে ভাল মনে করে হয়। কিন্তু, আমি এটা মনে করি না। আমি মনে করি এখানে মেয়েরা দেবীর স্বরূপ। আমার ছোট পোশাক পরা মেয়েদের ভাল লাগে না।” তাঁর এ বক্তব্য নিয়েই এখন জোরদার বিতর্ক।
ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের মহিলা সেলের সভানেত্রী তথা রাজ্য়ের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন, “এই ধরনের কথার আমরা ধিক্কার জানাই। কৈলাস বিজয়বর্গীর কাছ থেকে এর থেকে বেশি তো আশা করা যায় না। মহিলাদের নিয়ে এই ধরনের কথা বলা কতটা যুক্তিযুক্ত, কতটা নোংরামির পর্যায়ের পরে সেটা নিশ্চয় তাঁর দল দেখবে। আমাদের দল ওনার পদত্যাগ দাবি করছে। ওনার কথা শুনে মেয়েদের পোশাক পরতে হবে না।”