Sajal Ghosh: ‘মমতা প্রযোজিত, সেলিম নির্দেশিত, ব্রাত্য অভিনীত’, কেন বললেন সজল?

Sajal Ghosh: সজল ঘোষ বলেন, "যাদবপুর নিয়ে সৃজন ভট্টাচার্যের কাছে যত ভিডিয়ো আছে, তার চেয়ে বেশি ভিডিয়ো আমার কাছে রয়েছে। আমায় ডাকুক না। কিন্তু, আমায় ডাকবে না।"

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 08, 2025 | 9:50 PM

কলকাতা: ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে কয়েকদিন আগে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। আবার শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে এক পড়ুয়া আহত হন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শনিবার যাদবপুর থানায় তলব করা হয়েছে প্রাক্তন এসএফআই নেতা তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্যকে। এই নিয়ে এবার তৃণমূল এবং সিপিএমকে একযোগে আক্রমণ করলেন বিজেপি নেতা সজল ঘোষ।

যাদবপুরের ঘটনা নিয়ে সজল বলেন, “এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রযোজিত, মহম্মদ সেলিম নির্দেশিত এবং ব্রাত্য বসু অভিনীত। ব্রাত্য বসু তো ভাল অভিনয় করেন।” পুরোটা গটআপ ম্যাচ বলে বর্ণনা করে তিনি বলেন, “যাদবপুরে ধুন্ধুমার। ডাকা হচ্ছে সৃজন ভট্টাচার্যকে। এটা করে দেখাবে যে সিপিএম প্রাসঙ্গিক হচ্ছে। সিপিএম-কে প্রাসঙ্গিক করে তৃণমূল বিরোধী ভোট ভেঙে দেওয়ার পরিকল্পনা হচ্ছে।”

যাদবপুরের ঘটনা নিয়ে তথ্য জানতে সৃজন ডেকে পাঠানো হয়েছে। সজল বলেন, “যাদবপুর নিয়ে সৃজন ভট্টাচার্যের কাছে যত ভিডিয়ো আছে, তার চেয়ে বেশি ভিডিয়ো আমার কাছে রয়েছে। আমায় ডাকুক না। কিন্তু, আমায় ডাকবে না।”

এরপরই তিনি বলেন, “সবচেয়ে বেশি ভিডিয়ো তো সংবাদমাধ্যমের কাছে রয়েছে। প্রয়োজনে তাদের ডাকুক। কিন্তু, তা করবে না। কারণ, এই যে সৃজন ভট্টাচার্য যাবেন। তারপর সন্ধ্যাবেলায় বিভিন্ন টক-শোতে বসবেন। সিপিএম রয়েছে এটা তুলে ধরা যাবে।”

যাদবপুরের ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমশই বাড়ছে। এদিনই তৃণমূল নেতাদের কটাক্ষ করে সৃজন ভট্টাচার্য বলেন, “আপনাদের যদি এত খেলাধুলো করার শখ থাকে তাহলে সিকিউরিটি ছেড়ে, পুলিশ ছেড়ে মন্ত্রীর তকমা ছেড়ে নিজেদের দমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এসে দাঁড়ান। যাদবপুরের ছাত্ররা ভালবেসে আপনাদের প্রণাম করার জন্য দাঁড়িয়ে আছে। তখন দেখা যাবে ছাত্রদের প্রমাণের জোর বেশি নাকি বড়দের হুমকির জোর বেশি।” তার পাল্টা মদন মিত্র বলেন, ” ওরা এমন খেলা খেলেছে যে বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে। এবার একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন। তবে মানুষ ওদের সঙ্গে নেই।” এই পরিস্থিতিতে সিপিএম ও তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন সজল। দুই দলের এটা গটআপ ম্যাচ বলে আক্রমণ শানান বিজেপি এই নেতা।

 

কলকাতা: ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে কয়েকদিন আগে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। আবার শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে এক পড়ুয়া আহত হন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শনিবার যাদবপুর থানায় তলব করা হয়েছে প্রাক্তন এসএফআই নেতা তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্যকে। এই নিয়ে এবার তৃণমূল এবং সিপিএমকে একযোগে আক্রমণ করলেন বিজেপি নেতা সজল ঘোষ।

যাদবপুরের ঘটনা নিয়ে সজল বলেন, “এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রযোজিত, মহম্মদ সেলিম নির্দেশিত এবং ব্রাত্য বসু অভিনীত। ব্রাত্য বসু তো ভাল অভিনয় করেন।” পুরোটা গটআপ ম্যাচ বলে বর্ণনা করে তিনি বলেন, “যাদবপুরে ধুন্ধুমার। ডাকা হচ্ছে সৃজন ভট্টাচার্যকে। এটা করে দেখাবে যে সিপিএম প্রাসঙ্গিক হচ্ছে। সিপিএম-কে প্রাসঙ্গিক করে তৃণমূল বিরোধী ভোট ভেঙে দেওয়ার পরিকল্পনা হচ্ছে।”

যাদবপুরের ঘটনা নিয়ে তথ্য জানতে সৃজন ডেকে পাঠানো হয়েছে। সজল বলেন, “যাদবপুর নিয়ে সৃজন ভট্টাচার্যের কাছে যত ভিডিয়ো আছে, তার চেয়ে বেশি ভিডিয়ো আমার কাছে রয়েছে। আমায় ডাকুক না। কিন্তু, আমায় ডাকবে না।”

এরপরই তিনি বলেন, “সবচেয়ে বেশি ভিডিয়ো তো সংবাদমাধ্যমের কাছে রয়েছে। প্রয়োজনে তাদের ডাকুক। কিন্তু, তা করবে না। কারণ, এই যে সৃজন ভট্টাচার্য যাবেন। তারপর সন্ধ্যাবেলায় বিভিন্ন টক-শোতে বসবেন। সিপিএম রয়েছে এটা তুলে ধরা যাবে।”

যাদবপুরের ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমশই বাড়ছে। এদিনই তৃণমূল নেতাদের কটাক্ষ করে সৃজন ভট্টাচার্য বলেন, “আপনাদের যদি এত খেলাধুলো করার শখ থাকে তাহলে সিকিউরিটি ছেড়ে, পুলিশ ছেড়ে মন্ত্রীর তকমা ছেড়ে নিজেদের দমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এসে দাঁড়ান। যাদবপুরের ছাত্ররা ভালবেসে আপনাদের প্রণাম করার জন্য দাঁড়িয়ে আছে। তখন দেখা যাবে ছাত্রদের প্রমাণের জোর বেশি নাকি বড়দের হুমকির জোর বেশি।” তার পাল্টা মদন মিত্র বলেন, ” ওরা এমন খেলা খেলেছে যে বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে। এবার একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন। তবে মানুষ ওদের সঙ্গে নেই।” এই পরিস্থিতিতে সিপিএম ও তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন সজল। দুই দলের এটা গটআপ ম্যাচ বলে আক্রমণ শানান বিজেপি এই নেতা।