Suvendu Adhikari: ‘হেরেছে..হেরেছে..হেরেছে, যতদিন বাঁচবেন ততদিন এটাই বাজাবো’, মমতার পাল্টা শুভেন্দু

Suvendu Adhikari: উল্লেখ্য, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব তৃণমূল। বুধবার ঝাড়গ্রামে 'ভাষা আন্দোলন'-র পদযাত্রা শেষে বিজেপিকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Suvendu Adhikari: হেরেছে..হেরেছে..হেরেছে, যতদিন বাঁচবেন ততদিন এটাই বাজাবো, মমতার পাল্টা শুভেন্দু
শুভেন্দু অধিকারী Image Credit source: TV 9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 07, 2025 | 2:42 PM

কলকাতা: বাঙালি অস্মিতা রক্ষার ইস্যুতে সরব তৃণমূল। বুধবার ঝাড়গ্রামে পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি পরিষ্কার জানান, যেদিন তিনি নিজে মনে করবেন সেদিন তাঁকে হঠানো যাবে। নচেত নয়। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেরই পাল্টা কটাক্ষ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ শুভেন্দু বলেন, “উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমি কোনও দিন না হারতে চাইলে হারি না। উনি তো আমার কাছে হেরেছেন। আমি ওঁকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাব। বিজেপি আমায় দাঁড় করালে আমি হারাব।” তাঁর সংযোজন, “অন্য যাঁকে দাঁড় করাবে তাঁকেও জেতানোর দায়িত্ব আমার। হেরেছে–হেরেছে– হেরেছে। যতদিন বাঁচবেন কানের কাছে এটাই বাজাব।”

উল্লেখ্য, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব তৃণমূল। বুধবার ঝাড়গ্রামে ‘ভাষা আন্দোলন’-র পদযাত্রা শেষে বিজেপিকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”আজ বাংলা ভাষায় কথা বললে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশি বলা হচ্ছে।” সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা, কেউ ফোন করলেই জয় বাংলা বলবেন। গতকালের মিছিলে মমতার সঙ্গে দেখা যায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভা করেন তিনি।