Tanmoy Bhattacharya in BJP Book Stall: CPM-এর তন্ময় BJP-র ডেরায়, শুভেন্দু ভূয়সী প্রশংসা, কীসের ইঙ্গিত?
Suvendu Adhikari: উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এক মহিলা সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে তন্ময়ের বিরুদ্ধে। সেই ঘটনায় সিপিএমের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি তদন্ত করে। ওই ঘটনায় তন্ময়ের বিরুদ্ধে কোনও প্রমাণ না পেলেও এইরকম অভিযোগ তন্ময়ের বিরুদ্ধে আগেও উঠেছে বলে জানানো হয়।

কলকাতা: মাথায় লাল কাস্তে-হাতুড়ি আঁকা টুপি। পরনে প্যান্ট-শার্ট। ঘুরে বেড়াচ্ছেন বিজেপি-র স্টলে। আর সেই ছবি সামনে আসতেই রাজনীতির আনাচে-কানাচে শুরু হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে নিয়ে আলোচনা। বিজেপি-র দিকে ঝুঁকছেন নাকি প্রবীণ এই বাম নেতা? তার যদিও সদুত্তর এখনও মেলেনি। এ দিকে, তন্ময়ের এই স্টলে যাওয়া নিয়ে মুখ খুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন, কার্যত তন্ময়ের প্রশংসা শোনা গেল শুভেন্দুর গলায়।
এ দিন প্রথমে শুভেন্দু বলেন, “বইমেলা সবার। সব কিছু সবার জানা উচিত। কোনও সংকীর্ণ সীমাবদ্ধতার মধ্যে থাকা উচিত না।” এরপর প্রশংসা করে বলেন, “রাজনৈতিক বিরোধ থাকলেও তন্ময় ভট্টাচার্যকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মনে করি। তার মধ্যে হুঁশ আছে। সাহস করে অনেক কথাও বলেন। আমি বিধানসভায় যখন মন্ত্রী ছিলাম, তিনি বিরোধী দলে ছিলেন। খুব কঠিন সমালোচনা করতেন। আবার সাজেশানও দিতেন। ওঁর সাজেশান খুব কাজে লেগেছেন।”
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এক মহিলা সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে তন্ময়ের বিরুদ্ধে। সেই ঘটনায় সিপিএমের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি তদন্ত করে। ওই ঘটনায় তন্ময়ের বিরুদ্ধে কোনও প্রমাণ না পেলেও এইরকম অভিযোগ তন্ময়ের বিরুদ্ধে আগেও উঠেছে বলে জানানো হয়। দল থেকে ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয় তন্ময়কে। এরপর বইমেলায় বিজেপির মুখপত্র জনবার্তার স্টলে তন্ময়কে দেখা যায়। বইও কেনেন। পাশে দাঁড়িয়ে ছবি তোলেন বিজেপি নেত্রী ওফেলিয়া সিনহা। পূর্বে এই ওফেলিয়া সিপিএম ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। ফলত, সব কিছু মিলিয়ে তন্ময়ের এদিনের কার্যকলাপ রীতিমতো আলোচনা ফেলেছে।

