
কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মামলার তদন্ত যত এগোচ্ছে, তত চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। রাজনৈতিক দলগুলির অন্দরেও চলছে আক্রমণ ও পাল্টা আক্রমণের পালা। সম্প্রতি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) টুইটারে তোপ দেগেছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) বিরুদ্ধে। অপরূপার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছেন তিনি। পরে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিও (Tarunjyoti Tiwari) এই নিয়ে সরব হয়েছিলেন। আর এবার সরাসরি সিবিআইয়ের কাছে চিঠি পাঠালেন তরুণজ্যোতি। সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দিল্লির অফিসে ও কলকাতার অফিসে চিঠি পাঠিয়েছেন বিজেপির আইনজীবী নেতা। সেই চিঠির অংশ তুলে টুইটারেও পোস্ট করেছেন তিনি। তরুণজ্যোতির বক্তব্য, এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলায় সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে ‘প্রমাণসহ’ সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তাঁর অনুরোধ, তারা যেন দ্রুত অপরূপাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
Lodged a complaint before CBI against @AparupaPoddar for her involvement in WBCSSC GROUP C RECRUITMENT SCAM with available proofs. I am requesting CBI to take immediate action against her and interrogate her by taking her in custody, if necessary. @CBIHeadquarters pic.twitter.com/JwehUqXC3s
— Tarunjyoti Tewari (@tjt4002) April 21, 2023
সিবিআইকে পাঠানো চিঠিতে বিজেপির আইনজীবী নেতা কিছু ঘটনার কথা উল্লেখ করে লিখেছেন, ‘এগুলিই প্রমাণ করে আফরিন আলি ওরফে অপরূপা পোদ্দার (আরামবাগের সাংসদ) সরাসরি এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। এই দুর্নীতির সঙ্গে হাজার হাজার কোটি টাকা জড়িয়ে রয়েছে এবং অপরূপা পোদ্দারের মতো প্রভাবশালী সাংসদ যদি বাইরে এভাবে ঘুরে বেরান, তাহলে প্রমাণ লোপাট হতে পারে এবং সাক্ষীদের হুমকিও দেওয়া হতে পারে।’ তরুণজ্যোতির আরও দাবি, ‘গ্রুপ সি নিয়োগ দুর্নীতি প্রমাণ করে এটির শিকড় কতটা গভীরে ছড়িয়ে রয়েছে।’ এমন অবস্থায় তাই সাংসদকে দ্রুত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন বিজেপির আইনজীবী নেতা।
এদিকে শুক্রবার বিকেলেই শ্রীরামপুর থানায় অভিযোগ জানিয়েছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারির বিরুদ্ধেও মানহানির নোটিস পাঠিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে তথ্য ছড়ানো হচ্ছে, তাতে তাঁর মানহানি হয়েছে বলে মনে করছেন আরামবাগের তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, সামাজিক মাধ্যমে তাঁকে কালিমালিপ্ত করতে এধরনের মিথ্যা প্রচার করা হচ্ছে। অবিলম্বে ক্ষমা না চাইলে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।