Hiran Chatterjee: হিরণের রাজনৈতিক অবস্থান কী? ইঙ্গিতপূর্ণ টুইট বিজেপির তারকা বিধায়কের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 20, 2023 | 9:49 PM

হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, তার জবাব বিজেপি বিধায়ক এই ভিডিয়োর মাধ্যমেই দিচ্ছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Hiran Chatterjee: হিরণের রাজনৈতিক অবস্থান কী? ইঙ্গিতপূর্ণ টুইট বিজেপির তারকা বিধায়কের
বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

Follow Us

কলকাতা: জল্পনার জবাব! খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) কি তৃণমূলে যোগ দিচ্ছেন? শুক্রবার সন্ধ্যায় হিরণের একটি ছবি প্রকাশ্যে আসার পরই এমনই প্রশ্নে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। যদিও তৃণমূলের তরফে অফিসিয়ালি এই ছবির বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তারকা বিধায়ক নিজেও এব্যাপারে কোনও মন্তব্য করেননি। তবে এই আবহে পুরোনো একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক। আর এটার মাধ্যমেই তিনি ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এদিন তাঁর একটি পুরোনো জনসভার ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, এটি একটি পুরনো ভিডিয়ো, আজকে পোস্ট করলাম।।” এই ক্যাপশনের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ‘জয়শ্রীরাম’ এবং ‘ভারতমাতাকিজয়’ উল্লেখ করেছেন।

ভিডিয়োতে ঠিক কী রয়েছে?
কাঁথিতে একটি পুরোনো জনসভায় হিরণ চট্টোপাধ্যায়ের বক্তব্যের খানিক অংশ তুলে তুলে ধরা হয়েছে। যেখানে শোনা যাচ্ছে, ভারত মাতা, জয় শ্রীরাম এবং বন্দে মাতরম শ্লোগান তুলছেন বিজেপির তারকা বিধায়ক। তিনি বলছেন, “এত জোরে জয় শ্রীরাম শ্লোগান বলুন যাতে সেই আওয়াজ নবান্নের ১৪ তলা পর্যন্ত পৌঁছে যায়।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ভূয়সী প্রশংসা শোনা যায় হিরণের গলায়।

হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, তার জবাব বিজেপি বিধায়ক এই ভিডিয়োর মাধ্যমেই দিচ্ছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আর রাজনৈতিক মহলের এই অনুমান মেনে নিলে এটা স্পষ্ট যে, হিরণ চট্টোপাধ্যায় এখনও বিজেপিতেই রয়েছেন- এই বার্তাই দিচ্ছেন।

প্রসঙ্গত, এদিন তৃণমূলের প্রতীক সম্বলিত একটি দেওয়ালের সামনে পিংলার বিধায়ক অজিত মাইতির সঙ্গে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সোফায় বসে থাকার একটি ছবি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি হিরণের তৃণমূলে যোগদান কেবল সময়ের অপেক্ষা? এমন প্রশ্নও উঠছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি TV9বাংলা। তৃণমূলের তরফেও অফিসিয়ালি এব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে বিজেপির তরফে ছবিটি পুরোনো বলে দাবি জানানো হয়েছে।

Next Article