বিধানসভায় হই হট্টোগোল
Image Credit source: Tv9 Bangla
কলকাতা: রাজ্য বিধানসভায় চলছে অধিবেশন। সকাল সোয়া দশটা নাগাদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিকে, তিনি প্রবেশ করতেই কক্ষ পদত্যাগ করলেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পদত্যাগ পদ্ম-বিধায়কদের। প্রসঙ্গত, তিন রাজ্যে বিপুল জয়ের পর আজ বেশ খানিকটা চনমনে পদ্ম শিবির। বিধানসভায় লাড্ডু বিলিরও কথা রয়েছে তাদের। তবে এহেন ওয়াক আউটের পর কীভাবে লাড্ডু বিতরণ হবে বা গেরুয়া শিবিরের পরবর্তী কর্মসূচি কী তা জানা যায়নি এখনও।
বিধানসভা সংক্রান্ত সকল আপডেট এক নজরে (সর্বশেষ তথ্য উপরে)
- পরবর্তীতে শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও সহ বাকি বিধায়করা তাঁরাও চোর স্লোগান দিতে শুরু করেন। এরপর বাইরে বেরিয়ে ওয়াক আউট করেন। পদ্ম বিধায়কদের বক্তব্য, চোরদের স্বরূপ প্রকাশের কথা ছিল। তা প্রকাশ করা হয়েছে। পরবর্তী কর্মসূচি কী হবে তা এখনও জানতে পারা যায়নি।
- আজ অধিবেশন শুরুর একেবারে শুরুতেই সকাল দশটা নাগাদ বিধানসভায় ঢোকেন। তিনি অধিবেশন কক্ষে পৌঁছন। স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায় আজ হাউস শুরুর জন্য যাবতীয় বক্তব্য রাখার পর বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় প্রথম চোর-চোর স্লোগান দেন।
- সেই রেশ রয়েছে আজও। সোমবার অধিবেশন বয়কট করা হবে তা আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী আসলেই কক্ষ ত্যাগ করবেন তাঁরা। এই মর্মে আগেই ঘোষণা দিয়েছিলেন শুভেন্দু ।
- আগের দিন অধিবেশন কক্ষে তৃণমূল-বিজেপি দু’পক্ষই একে অপরকে দেখে ‘চোর’ স্লোগান তুলেছিল। বঞ্চনা ও দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে দু’পক্ষই একে অপরকে দুষেছিল। ওই দিন তৃণমূল বিধায়করা কালো পোশাক ও সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালো পাড়ের শাড়ি করে প্রবেশ করেন কক্ষে।