
কলকাতা: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের (Keshpur) সভা করার কথা রয়েছে বঙ্গ বিজেপির (BJP Bengal) সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। বিজেপির দাবি, ঘোষিত কর্মসূচি। কিন্তু গতকাল (সোমবার) কেশপুর থানার থেকে বিজেপিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আপত্তির কথা। যে জায়গায় সুকান্তর সভা হওয়ার কথা রয়েছে, সেই সভাস্থল নিয়ে আপত্তি রয়েছে পুলিশের। সভার ২৪ ঘণ্টা আগে যখন বিজেপির অন্দরে প্রস্তুতি শেষ পর্যায়ে, ঠিক সেই সময়ে সভাস্থল নিয়ে পুলিশি আপত্তি মোটেই ভালভাবে দেখছে না বিজেপি শিবির। এবার সেই সভা নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল বিজেপি। আজই দুপুর একটায় হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার কেশপুরের বিশ্বনাথপুর বাজার এলাকায় একটি পথসভার আয়োজন করেছে বিজেপি শিবির। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। শুধু তাই নয়, অতীতে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ারও কথা রয়েছে সুকান্তর। পঞ্চায়েত ভোটের আগে এলাকার নীচুতলার বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে সুকান্ত মজুমদারের এই সভা যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু যেখানে এই পথসভা হওয়ার কথা রয়েছে, সেই জায়গাটি নিয়ে আপত্তি রয়েছে পুলিশের।
পুলিশের তরফে বিজেপিকে যে চিঠিটি পাঠানো হয়েছিল, তাতে বলা হয়েছে পুলিশ যখন সভার অনুমতি চেয়ে আবেদন খতিয়ে দেখছিল, তখন দুটি পৃথক আপত্তির কথা পুলিশের কাছে জমা পড়েছে। এর পাশাপাশি গ্রাম কমিটির থেকেও আপত্তি জানানো হয়েছে বলে চিঠিতে লিখেছে পুলিশ। সেই কারণে ওই জায়গায় সভা করার অনুমতি দেয়নি কেশপুর থানার পুলিশ। এদিকে পুলিশি আপত্তির বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস গতকাল জানিয়েছিলেন, বাজার কমিটি ও গ্রাম কমিটির থেকে অনুমতি আগেই নেওয়া হয়েছিল দলের তরফে। তাঁর অভিযোগ ছিল, সেই অনুমতি ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল পুলিশের তরফে।