আমার মা’কে ধর্ষণ করতে এলে পালটা মার দিতে হবে, সংবিধান অধিকার দিয়েছে: অর্জুন

ঋদ্ধীশ দত্ত |

Jun 08, 2021 | 7:10 PM

কিছুটা সুর চড়িয়েই কেন্দ্রের উদ্দেশ্যে তাঁর দাবি, ৩৫৬ ধারা যদি প্রয়োগ না করা হয় তবে বাংলার মানুষ বাঁচতে পারবে না।

আমার মাকে ধর্ষণ করতে এলে পালটা মার দিতে হবে, সংবিধান অধিকার দিয়েছে: অর্জুন
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ বার বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। ফের একবার মারের পালটা মার দেওয়ার নিদান দিতে শোনা গেল বারাকপুরের বিজেপি সাংসদকে। মঙ্গলবার হেস্টিংসের কার্যালয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক শেষ করেই একের পর এক বোমা ফাটান তিনি। একই সঙ্গে কিছুটা সুর চড়িয়েই কেন্দ্রের উদ্দেশ্যে তাঁর দাবি, ৩৫৬ ধারা যদি প্রয়োগ না করা হয় তবে বাংলার মানুষ বাঁচতে পারবে না।

অর্জুন কার্যত এ দিন সাফ জানিয়ে দিয়েছেন, কর্মীদের উপর অত্যাচার হলে তিনি রুখে দাঁড়াবেন। সেই অধিকার সংবিধানই তাঁকে দিয়েছে বলে দাবি করেন শিল্পাঞ্চলের ‘বাহুবলী’। তাঁর সাফ কথা, “হয় ৩৫৬ ধারা নয়তো পালটা মার। এ ছাড়া আর কোনও উপায় নেই। তিনি এ দিন বলেন, আমাকে আত্মরক্ষার জন্য যা করার দরকার আমি করব। আমাকে যদি কেউ খুন করতে আসে, আমার মা-কে যদি কেউ ধর্ষণ করতে আসে, আমি যদি তারপরও বেঁচে থাকি তবে আমি কাপুরুষ। আমাকে পালটা মার দিতে হবে। ভারতের সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে।”

আরও পড়ুন: ‘এনআরসি করতে হবে রাজ্যে’, শাহের ‘ক্রোনোলজি’ এ বার শুভেন্দুর কণ্ঠে

তাঁর আরও দাবি, যদি না অবিলম্বে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তবে বাংলার মানুষ বাঁচতে পারবে না। অর্জুনের কথায়, “সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে তা রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারকেও নামতে হবে। এ ছাড়া কোনও উপায় নেই। কেন্দ্রীয় সরকারকে বলছি আমরা। আইন অনুযায়ী আপনারা ৩৫৬ ধারা প্রয়োগ করুন, না হলে বাংলায় মানুষ বাঁচবে না।”

আরও পড়ুন: ‘যন্ত্রণায় জ্বলছেন’ মুকুল; বিজেপির বৈঠকে গরহাজির থেকে বললেন, ‘আমাকে কেউ জানায়ইনি’

Next Article