কলকাতা: পূর্ব মেদিনীপুরে কাঁথিতে শুভেন্দু অধিকারীর সুবিশাল রোড শো-এর মাধ্যমে শক্তি প্রদর্শন করেছে বিজেপি (BJP)। তার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে আরও সুর চড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার দক্ষিণ কলকাতার বেহালা থেকে নাম না করে সুজাতা খাঁ প্রসঙ্গেও বলতে শোনা যায় তাঁকে। তৃণমূলকে ‘বেহায়ার দল’ বলে কটাক্ষ করার পাশাপাশি নির্লজ্জ বলেও বিদ্ধ করেন তিনি।
দিলীপের কথায়, ‘একজনের স্ত্রীকে নিয়ে চলে গেছে বেহায়ার দল। ধিক্কার আপনাদের, লজ্জা করে না! টিএমসির বুড়ো বুড়ো নেতাগুলো অন্যের বউকে নিয়ে ছবি তুলছেন, নির্লজ্জ! বাঙালির মান সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে।’ দমদমের সাংসদ সৌগত রায়কে (Sougata Roy) উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শেষ বয়সে এত পাপ করবেন না সৌগতবাবু। আপনার ঘর সংসার রয়েছে, অন্যের বউ চুরি করবেন না। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে আপনার।’
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বভারতীতে বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা সমালোচনা করেছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। সেই প্রসঙ্গ উঠে এলে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘যারা এতদিন রবীন্দ্রনাথকে নিয়ে ব্যবসা করছিলেন, তাঁদের মনে হচ্ছে রবীন্দ্রনাথকে কেউ ছিনিয়ে নিচ্ছে। রবীন্দ্রনাথকে নিয়ে ধান্দা করছে তৃণমূল কংগ্রেস। এতদিন তো রবীন্দ্রনাথের গান রাস্তার সিগনালে ব্যবহার হচ্ছিল, এখন তাহলে কেন বন্ধ করে দেওয়া হল। তৃণমূলের মনোভাবই হচ্ছে ব্যবহার করব ছেড়ে দেব। তাই এতদিন রবীন্দ্রনাথকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে। আমরা মহাপুরুষদেরকে যোগ্য সম্মান দিয়েছি।’
অন্যদিকে বিশ্বভারতীতে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা নিয়েও সেখানকার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পাশে দাঁড়ান দিলীপ। বিজেপি নেতার ব্যাখ্যা, ‘বিশ্বভারতী জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। সেটা যদি কেউ ঠিক করতে আসে তাহলে কি সেটা ভুল। দিদি কষ্ট পাচ্ছেন। রবীন্দ্রনাথের ছবি নেওয়ার যোগ্যতা আপনাদের নেই। উনি সরকারি প্রোগ্রামকে পারিবারিক প্রোগ্রাম করে নিয়েছেন।’
আরও পড়ুন: কৃষক বৈঠকেও মমতাকে আক্রমণ, প্রধানমন্ত্রী বললেন, রাজনৈতিক কারণেই চালু করছে না কিসান নিধি প্রকল্প
বিজেপি ছেড়ে তৃণমূলে শামিল হওয়া সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতাকে নিয়ে দিলীপবাবুকে বলতে শোনা যায়, ‘সৌমিত্র খাঁ-র স্ত্রীর দলের কেউ ছিল না। তৃণমূলে লোক নেই তাই ওনারা সৌমিত্রবাবুর স্ত্রী-কে গুরুত্ব দেবে। পড়ুয়াদের ট্যাব দেওয়া নিয়ে তাঁর কটাক্ষ, দিদি প্রথমে বললেন যে ট্যাব দেবেন। যেই দেখলেন ১০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে না ওমনি নগদ দিচ্ছেন। সব কাটমানি।’
অন্যদিকে, সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর কৃষি হাব ঘোষণা নিয়ে বলেন, ‘এখানে টাটা জমি না পাওয়ার ২৫ ঘণ্টার মধ্যে গুজরাটে জমি পেয়ে গেল। সিঙ্গুরে কী হয়েছে সেটা সবাই জেনে গেছে। গুজরাটে ন্যানো তৈরি হচ্ছে সেটা আমরা এখানে চড়ছি। সিঙ্গুরে কোম্পানি তৈরি হবে যারা ভাবছেন তাঁরা দিবা স্বপ্ন দেখছেন। সিঙ্গুরে কারখানা যদি হতো আরও সহায়ক শিল্প হত, মানুষের কর্মসংস্থান হত। সিঙ্গুরের উর্বর জমিতে এখন শুধু জঙ্গল। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।’
আরও পড়ুন: আলিপুরদুয়ারে জেলা পরিষদের সদস্যকে ‘গুলি’