ভোটে লড়তে চান না শান্তনু, পালটা মতুয়াদের টিকিট দেওয়ার দাবি শাহের কাছে

ঋদ্ধীশ দত্ত |

Mar 22, 2021 | 8:56 PM

অমিত শাহ (Amit Shah) তাঁর এই বাসনার কথা জানালেও সেই প্রস্তাবে নিমরাজি হন শান্তনু (Shantanu Thakur)। তার বদলে তিনি মতুয়াদের হাতে টিকিট দেখতে চেয়েছেন। এমনটাই খবর সূত্রের।

ভোটে লড়তে চান না শান্তনু, পালটা মতুয়াদের টিকিট দেওয়ার দাবি শাহের কাছে
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ইতিমধ্যেই পাঁচ সাংসদকে বিধানসভা যুদ্ধে নামিয়েছে বিজেপি (BJP)। ৯ টি আসনে এখনও প্রার্থীদের নাম ঘোষণা বাকি রয়েছে। ময়দানে এ বার ষষ্ঠ সাংসদকে নামাতে চেয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। শান্তনু ঠাকুরকেও ভোটে নামাতে চাওয়া হয়েছিল। তবে সূত্রের খবর, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur) শাহের সেই ইচ্ছায় সাড়া দেননি। এমনকি, খোদ অমিত শাহ (Amit Shah) তাঁর এই বাসনার কথা জানালেও সেই প্রস্তাবে নিমরাজি হন শান্তনু। তার বদলে তিনি মতুয়াদের হাতে টিকিট দেখতে চেয়েছেন। এমনটাই খবর সূত্রের।

হাতে আর চারদিন সময়। তারপরই প্রথম দফার নির্বাচন শুরু হয়ে যাবে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করেনি। সেই বিষয়ে আলোচনা করতেই রবিবার রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে বৈঠকে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে বাকি আসনগুলির প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়।

সূত্রের খবর, ভোটার কার্ড বিভ্রাটের জেরে আলিপুরদুয়ার কেন্দ্রে দাঁড়াতে পারছেন না অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। তার বদলে তাঁকে বালুরঘাট বিধানসভায় নিয়ে আসা হতে পারে। রাসবিহারী কেন্দ্রে প্রার্থী করা হতে পারে জেনারেল সুব্রত সাহাকে। এই দুই কেন্দ্রেই জয়ের ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির।

আরও পড়ুন: পিকে-র ‘গেম প্ল্যান’! তৃণমূলের একঝাঁক ‘গুপ্তচর’ বিজেপিতে, কান্তির বিস্ফোরক দাবি

এই বৈঠকেই বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে নির্বাচনে লড়ার কথা বলেন। কিন্তু তিনি রাজি হননি বলেই খবর সূত্রের। বরং প্রার্থিতালিকাতে মতুয়ারা ব্রাত্য থাকায় যে ক্ষোভ মতুয়া সমাজে পুঞ্জীভূত হচ্ছে তা নিরসনের চেষ্টা করেন শান্তনু। তিনি দাবি করেন, তাঁকে টিকিট না দিয়ে কমপক্ষে তিনটি কেন্দ্রে মতুয়াদের প্রার্থী করা হোক।

আরও পড়ুন: চূড়ান্ত কড়াকড়ি কমিশনের, ভোটের ৭২ ঘণ্টা আগে নিষিদ্ধ বাইক মিছিল

 

Next Article