BJP Rally: ‘পুলিশকে দাঁড় করিয়ে তাণ্ডব চলছে’, মুর্শিদাবাদের অশান্তিতে শুভেন্দুর নিশানায় পুলিশ
BJP Rally: কলেজ স্কোয়ারে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ, নেত্রী দেবশ্রী চৌধুরীরা। মুর্শিদাবাদের সুতির ঘটনার বর্ণনা দেন তাঁরা। দিলীপ ঘোষের বক্তব্য, "বাংলায় একদিকে চাকরিহারাদের হাহাকার, অন্যদিকে গৃহহারাদের হাহাকার। এই দুঃসময়ে আজ আমরা পথে নেমেছি। সবথেকে কঠিন সময়ে।"

প্রদীপ্তকান্তি ঘোষ, সুজয় পাল: চাকরি বাতিল ও মুর্শিদাবাদের অশান্তি! বাংলার জ্বলন্ত দুটি ইস্যুকে হাতিয়ার করে প্রতিবাদে মেগা মিছিল বিজেপির। কলেজ স্কোয়ারে সভার পর মিছিল। গন্তব্য রানি রাসমনি। মিছিলে প্রথম সারির নেতৃত্ব দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের পতন চেয়ে দলীয় দফতর থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত পাশাপাশি হাঁটলেন তাঁরা। বিজেপি কর্মীদের একাংশের মতে, তাঁরা এতদিনে এই ছবিই বাংলার বুকে দেখতে চেয়েছিলেন।
কলেজ স্কোয়ারে প্রথম বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের সুতির ঘটনার বর্ণনা দেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্য, “বাংলায় একদিকে চাকরিহারাদের হাহাকার, অন্যদিকে গৃহহারাদের হাহাকার। এই দুঃসময়ে আজ আমরা পথে নেমেছি। সবথেকে কঠিন সময়ে। বাংলার গৃহহারা হিন্দুদের পাশে আমরা। যোগ্যরা যাঁরা চাকরি হারিয়েছেন, তার জন্য যাঁরা দায়ী, তাঁদেরকে আমরা ছেড়ে দেব না। অযোগ্যদের টাকা কে খেল? কেন নাটক করা হচ্ছে?”
তিনি বলেন, “তৃণমূল নেতারা, যাঁরা কাটমানি খেয়ে শিক্ষকদের রাস্তায় বসিয়েছেন, সবাই আজ রাস্তার ধারে। যোগ্যরা কথা বলার জন্য সকলে পাসও পেলেন না। যাঁরা অনুগামী তাঁরা ভিতরে ঢুকে গেলেন, হাততালি দিলেন।” তিনি ডাক দেন, “এই সরকারের দিন ঘনিয়ে এসেছে। এই সরকারের পতন চাই।”
এরপরই বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই সরকারে আর এক দিনও থাকার অধিকার নেই।” মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে শুভেন্দুর বিস্ফোরক দাবি, “মুর্শিদাবাদে পুলিশ দাঁড় করিয়ে রেখে তাণ্ডব চালানো হচ্ছে।” এদিনের মঞ্চ থেকে শুভেন্দুর ঘোষণা, “আমরা নবান্ন অভিযান করতে চাই। প্রধানমন্ত্রীর সফর শেষে আমরা এটা নিয়ে আলোচনা করব। রাজ্য সভাপতি তারিখ ঠিক করবে।” এরপর বক্তব্য রাখতে ওঠেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি মুর্শিদাবাদ-চাকিরহারাদের ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধে সুর চড়ান।





