Messi in Kolkata: ‘২০ টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রির সময় কোথায় ছিলেন?’, শতদ্রুকে আদালতে তোলার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ BJP-র
Bidhannagar Court: আজ প্রিজন ভ্যান থেকে শতদ্রুকে নামানো হয়। তারপর তাঁকে তোলা হয় বিধাননগর মহকুমা আদালতে। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী আদলত চত্বরে যায়। তাঁদের হাতে ছিল গেরুয়া পতাকা। সঙ্গে চপ্পল ছিল। পুলিশ তাঁদের বাধা দেয়।

কলকাতা: শনিবার মেসির সঙ্গে হায়দ্রাবাদ চলে যাওয়ার কথা ছিল। তবে তার আগেই সিআইএসএফ ও পুলিশের হাতে গ্রেফতার হন অন্যতম আয়োজক শতদ্রু দত্ত। রবিবার তাঁকে পেশ করা হয়েছে বিধাননগর মহকুমা আদালতে। চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। আর কোর্ট চত্বরেই বিক্ষোভ বিজেপির।
আজ প্রিজন ভ্যান থেকে শতদ্রুকে নামানো হয়। তারপর তাঁকে তোলা হয় বিধাননগর মহকুমা আদালতে। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী আদলত চত্বরে যায়। তাঁদের হাতে ছিল গেরুয়া পতাকা। সঙ্গে চপ্পল ছিল। পুলিশ তাঁদের বাধা দেয়। এরপর পুলিশ উঠিয়ে দিতে চাইলেই তাঁরা বলতে থাকেন, কালকে কী করছিল পুলিশ? ২০ টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রি করছিলেন। পরে যদিও পুলিশ উঠিয়ে দেয় তাঁদের। এরপর ‘চোর-চোর’ স্লোগান তোলেন তাঁরা।
এ দিন, কোর্টে সরকারি আইনজীবী জানিয়েছেন, কোনও ভাবেই যাতে জামিন না দেওয়া হয়। কারণ, এই ঘটনায় আর কে কে যুক্ত, একাধিক তথ্য প্রমাণ জোগাড়ের প্রয়োজনীয়তা রয়েছে। অপরদিকে শতদ্রুর আইনজীবী বলেছেন, কোনও ভাবে ১৪ দিনের হেফাজতের প্রয়োজন নেই। সেই দিন যেন কমানো হয়। কারণ শতদ্রু শুধু আয়োজক। তিনি শুধু আয়োজন করেছিলেন অনুষ্ঠানের।
প্রসঙ্গত, গতকাল যুবভারতীতে যে ঘটনা ঘটেছে তারপর আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। আগেই এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছিলেন, এই ঘটনায় কাউকেই ছেড়ে কথা বলা হবে না। এর পরপরই যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার পর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। শনিবার সন্ধ্য়েয় বিধাননগর দক্ষিণ থানায় মামলা রুজু হয়। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এদিন। বিএনএস-এর ১৯২, ৩২৪, ৩২৬, ১৩২, ১২১, ৪৫, ৪৬ ধারায় মামলা হয়েছে। এছাড়াও এমপিও বা মোটর ভেইকলস আইন ও পিডিপিপি আইন (প্রিভেনশন অব ড্যামেড টু পাবলিক প্রপার্টি অ্যাক্ট)-এও মামলা হয়েছে।
