দলীয় কর্মীকে তুলে নিয়ে গিয়ে ‘মার’, নিমতা থানা ঘেরাও বিজেপির

Jan 25, 2021 | 3:41 PM

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি এখন আদি-নব্যতে বিভক্ত। তার জেরেই এই গোলমাল।

দলীয় কর্মীকে তুলে নিয়ে গিয়ে মার, নিমতা থানা ঘেরাও বিজেপির
নিমতা থানার সামনে প্রতিবাদ।

Follow Us

কলকাতা: বিজেপি কর্মীকে রিভলভার দেখিয়ে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। প্রতিবাদে নিমতা থানা ঘেরাও করল বিজেপি উত্তর মণ্ডলের সদস্যরা। তাঁদের অভিযোগ, বিজেপি করার ‘অপরাধে’ বারবার আক্রান্ত হতে হচ্ছে। অথচ পুলিস সবটা জেনেও নির্বিকার।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। উত্তর দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সুরজিৎ দাসকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। এরপর বেধড়ক মারধর করা হয় তাঁকে। অভিযোগ, এলাকায় কেউ বিজেপি করলেই তাঁকে হামলার মুখোমুখি হতে হচ্ছে। এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলেও অভিযোগ করা হয়। একইসঙ্গে পুলিসের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তারা।

আরও পড়ুন: ‘ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করুন’, মমতাকে টুইট ধনখড়ের

এরপরই সোমবার সকালে নিমতা থানায় জড়ো হন বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। একইসঙ্গে পুলিসের ভূমিকা নিয়ে সরব হন। প্রায় আড়াই ঘণ্টা এই ঘেরাও কর্মসূচি চলে। পরে নিমতা থানায় অভিযোগও দায়ের করা হয়।

এ বিষয়ে উত্তর দমদমের তৃণমূল নেতা বিধান বিশ্বাস বলেন, “এসব আদি বিজেপি ও নব্য বিজেপির গোলমালের জের। নিজেরা মারামারি করছে আর তৃণমূলের নামে দোষারোপ করে যাচ্ছে।”

Next Article