e Suvendu on Supratim: 'সন্দেশখালি-কাণ্ড সামলানোর পুরষ্কার পেয়েছেন সুপ্রতীম', CP হতেই কটাক্ষ শুভেন্দুর - Bengali News | Bjp suvendu adhikari attack supratim sarkar west bengal - TV9 Bangla News

Suvendu on Supratim: ‘সন্দেশখালি-কাণ্ড সামলানোর পুরষ্কার পেয়েছেন সুপ্রতীম’, CP হতেই কটাক্ষ শুভেন্দুর

Kolkata: বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "যে সময় সিঙ্গুরে কৃষকদের আন্দোলন চলছিল, সেই সময় এই সুপ্রতীম সরকার যিনি বামফ্রন্টের কাছে অফিসার ছিলেন বলা ভাল কোলের অফিসার ছিলেন তিনি কৃষকদের উপর লাঠিচার্জ করেছিলেন।"

Suvendu on Supratim: সন্দেশখালি-কাণ্ড সামলানোর পুরষ্কার পেয়েছেন সুপ্রতীম, CP হতেই কটাক্ষ শুভেন্দুর
সুপ্রতীম সরকারকে কটাক্ষImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 31, 2026 | 3:19 PM

কলকাতা: ভোটের মুখে পুলিশের শীর্ষপদে রদবদল। আর সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। সন্দেশখালি-কাণ্ড সামলানোর পুরষ্কার দেওয়া হয়েছে সুপ্রতীম সরকারকে। সিপি পদে সুপ্রতীম বসতেই এই ভাষাতেই কটাক্ষ বিজেপির। ‘সিঙ্গুরে কৃষকদের উপর লাঠি চালিয়েছিলেন তিনি। এখন সেই তৃণমূলের কাছের লোক।’ এই ভাষাতেই আক্রমণ তাঁদের।

বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “যে সময় সিঙ্গুরে কৃষকদের আন্দোলন চলছিল, সেই সময় এই সুপ্রতীম সরকার যিনি বামফ্রন্টের কাছে অফিসার ছিলেন বলা ভাল কোলের অফিসার ছিলেন তিনি কৃষকদের উপর লাঠিচার্জ করেছিলেন। এখন দেখতে পারছি সিঙ্গুরকে মই হিসাবে ব্যবহার করা মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রতীম সরকারকে নিজের কোলে বসিয়ে নিয়েছেন। আগে বুদ্ধবাবুর কোলে বসে থাকতেন, এখন সুপ্রতীম সরকার চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে।” আর নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এটা সন্দেশখালির পুরষ্কার শুধু নয়,সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিন সিপিএম-এর কথায় আটকেছিল। সুপ্রতীম সরকারের সম্পর্কে আমার থেকেও বেশি ভাল জানেন প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ।”

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। পার্টির তরফে কিছু বলার নেই।” আর সাংসদ পার্থ ভৌমিক বলেন, “এই সব বিজেপিই বলতে পারে। উন্নাওতে যাঁরা ধর্ষণ করে তাঁদের মালা দিয়ে বরণ করে। তাই বিকৃত মানসিকতা দিয়ে ওদের এটা মনে হচ্ছে।” এখানে উল্লেখ্য, কলকাতা পুলিশ কমিশনারের পদে এত ছিলেন মনোজ বর্মা। তাঁকে সরিয়ে এবার দেওয়া হয়েছে ডিরেক্টর অব সিকিউরিটির পদ। অন্যদিকে নগরপালের দায়িত্ব গ্রহণ করছেন আইপিএস সুপ্রতিম সরকার। এতদিন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) দায়িত্ব সামলেছেন তিনি। এবার দায়িত্ব সামলাবেন এই শহরের।