Suvendu Adhikari: কাঁথিতে শুভেন্দুর সভায় মাইক বাজানো নিয়ে হাইকোর্টে বিজেপি
কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি দিয়েছিল আদালত। কিন্তু, মহকুমাশাসক শুভেন্দু অধিকারীর সভায় মাইক বাজানোর সময়সীমা কমিয়ে দুপুর ২টো থেকে অনুমতি দিয়েছেন।
কাঁথি: ফের কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে বিতর্ক গড়াল আদালতে। ফের মামলা দায়ের হল হাইকোর্টে। এবার মহকুমাশাসক শুভেন্দুর সভায় মাইক বাজানোর সময়সীমা কমিয়ে দিয়েছেন বলে অভিযোগ তুলেই আদালতের দ্বারস্থ হল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, আদালতের নির্দেশ উপেক্ষা করে শুভেন্দু অধিকারীর সভায় মাইক বাজানোর সময়সীমা কমিয়ে দিয়েছেন। মঙ্গলবার অর্থাৎ সভার আগের দিন সেই মামলার শুনানি হবে।
বিজেপি-র আইনজীবীর অভিযোগ, কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি দিয়েছিল আদালত। কিন্তু, মহকুমাশাসক শুভেন্দু অধিকারীর সভায় মাইক বাজানোর সময়সীমা কমিয়ে দুপুর ২টো থেকে অনুমতি দিয়েছেন। মহকুমাশাসকের সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয় আদালতে।
বিজেপির দাবি, আগামী ২১ ডিসেম্বর কাঁথিতে যাবতীয় বিধি মেনে বিরোধী দলনেতার সভা করায় কোনও বাধা নেই বলে আগেই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থার। যদি কোনও সমস্যা হয়ে থাকে তাহলে সেটা নিয়ে মামলা করা যাবে বলে অনুমতি দেয় হাইকোর্ট। তার পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোড়া দূরত্বে কাঁথি কলেজের মাঠে সভা করেন শুভেন্দু অধিকারী। এরপরই কাঁথিতে শুভেন্দুর সভা ঘোষণা করে বিজেপি। সেই সভা নিয়ে পুলিশ বা শাসকদল কোনও বিরোধিতা করেনি। তবে নানা জায়গায় বিজেপির সভা-কর্মসূচি নিয়ে জটিলতা নতুন নয়। তাই এবার কাঁথিতে শুভেন্দুর সভা নিয়ে আগাম আদালতের অনুমতি নিয়ে রাখে বিজেপি।