কলকাতা: প্রথম দফার ভোট মিটে গিয়েছে। সামনেই দ্বিতীয় দফা। তার আগেও সামনে আসছে একের পর এক রাজনৈতিক অশান্তির খবর। বিজেপি লেখা টি শার্ট পরায় মারধর করা হলো বাবা ও মেয়েকে। এমনই অভিযোগ উঠেছে সিঁথি থানা এলাকায়।
রবিবার অর্থাৎ দোলের দিন দুপুরের ঘটনা। পরণে গেরুয়া গেঞ্জি ছিল এবং তাতে বিজেপি লেখা ছিল। সেই জন্যই মারধর করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।
জানা গিয়েছে এদিন সিঁথি ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি তাঁর মেয়ে। ক্লাবে তখন পালিত হচ্ছিল দোল, খেলা হবে গানও বাজছিল। ব্যক্তির পরনে ছিল গেরুয়া গেঞ্জি। এরপরে কিছু লোকজন তাঁর সাইকেল টেনে ধরে। সাইকেল থেকে নামিয়ে তাঁর গেঞ্জি ছিড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর মারধরও করা হয় তাকে। মেয়ে বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে জানিয়েছেন ওই ব্যক্তি। ১৫ বছরের মেয়ের চোখের তলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় সিথি থানার দ্বারস্থ হয় ওই পরিবার।
আরও পড়ুন: উত্তপ্ত নন্দীগ্রাম! মীনাক্ষীর উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও সংযুক্ত মোর্চার
ঘটনায় তদন্ত করছে সিঁথি থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে। তবে ঘটনার দায় অস্বীকার করছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। পুরো ঘটনা সাজানো বলে জানিয়েছেন তারা।