BJP Leader Arrested: নেতিবাচক খবর প্রকাশের হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি-র যুব নেতা

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 15, 2023 | 9:22 AM

BJP Leader Arrested: পুলিশ সূত্র মারফত খবর, গত পাঁচই মার্চ দুপুর তিনটে দশ মিনিট নাগাদ লাবনী স্টেটের বাসিন্দা পেশায় ব্যবসায়ী প্রকাশ ভালোটিয়া লিখিত অভিযোগ দায়ের করেন উত্তর বিধান নগর থানায়।

BJP Leader Arrested: নেতিবাচক খবর প্রকাশের হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি-র যুব নেতা
অভিজিৎ নাহা

Follow Us

কলকাতা: সল্টলেকের স্পার মালিককে ফোন করে নেতিবাচক খবর প্রকাশ করার হুমকি। শুধু তাই নয়, তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি যুব নেতা অভিজিৎ নাহা। বৃহস্পতিবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্র মারফত খবর, গত পাঁচই মার্চ দুপুর তিনটে দশ মিনিট নাগাদ লাবনী স্টেটের বাসিন্দা পেশায় ব্যবসায়ী প্রকাশ ভালোটিয়া লিখিত অভিযোগ দায়ের করেন উত্তর বিধান নগর থানায়। তাঁর অভিযোগ, ৩রা ফেব্রুয়ারি তিনি বিশেষ কাজে যখন জামশেদপুর যাচ্ছিলেন। সেই সময় স্পার ম্যানেজার ফোন করে জানান, এক মহিলা সহ তিনজন প্রবেশ করে ছবি তুলতে শুরু করে। নিজেদেরকে একটি নিউজ চ্যানেলের মিডিয়া ব্যক্তিত্বের পরিচয় দেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় নেতিবাচক খবর প্রকাশিত করার হুমকি দেয়। এমনকী খবর বন্ধ করার জন্য ম্যানেজারের কাছে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। সেই মতো ক্যাশ কাউন্টারে কুড়ি হাজার টাকা এবং অনলাইনে এক লক্ষ টাকা স্থানান্তর করা করে ওই কোম্পানি। অভিযোগ, অবশিষ্ট টাকা দেওয়ার জন্য চাপ এবং হুমকি দেওয়া হতে থাকে ব্যবসায়ীকে।

এরপর মোবাইল ফোনের সূত্র ধরে বিজেপি কর্মী অভিজিৎ নাহাকে গ্রেফতার করে উত্তর বিধান নগর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে হুমকি তোলাবাজি সহ একাধিক ধারায় মামলার রুজু করা হয়। ধৃতকে বিধাননগর আদালতে পেশ করা হবে।

বস্তুত, এর আগে ২০২২ সালের ২৮ অগস্ট রবিবার আইসিসিআরএ কেন্দ্রীয় নেতা প্রকাশ জাভরেকর এর অনুষ্ঠানে বিজেপির যুব নেতা অভিজিৎ নাহার এবং আইনজীবী সব্যসাচী রায় চৌধুরীর মধ্যে হাতাহাতি হয়েছিল।সেই সময় যুবনেতার বিরুদ্ধে ড্রাগ ব্যবসা সহ একাধিক গুরুতর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যদিও, এই ঘটনার বিজেপির কোনও নেতৃত্ব প্রতিক্রিয়া দেননি।

Next Article