Blast in Beleghata: খাস কলকাতায় বিস্ফোরণ, হাত উড়ল শ্রমিকের, গুরুতর জখম আরও ১

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 22, 2022 | 7:32 PM

Beleghata Blast: পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম শ্রমিকদের মধ্যে একজনের নাম লোকমান মোল্লা। বিস্ফোরণের অভিঘাতে তাঁর হাত উড়ে গিয়েছে।

Blast in Beleghata: খাস কলকাতায় বিস্ফোরণ, হাত উড়ল শ্রমিকের, গুরুতর জখম আরও ১
বেলেঘাটার বিস্ফোরণ

Follow Us

কলকাতা : এবার খাস কলকাতায় বিস্ফোরণ (Blast in Kolkata)। ঘড়ির কাঁটায় তখন দুপুর প্রায় তিনটে। বিকট আওয়াজে কেঁপে ওঠে বেলেঘাটা (Beleghata) সরকার বাজার এলাকা। সোমবার দুপুরের এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। ঘটনাটি ঘটেছে সরকার বাজার এলাকায় ৩ নম্বর এবং ৬ নম্বর বস্তির মাঝে একটি জায়গায়। সেখানে একটি নির্মাণকাজ চলছিল। শ্রমিকরা কাজ করছিলেন সেখানে। তখনই বিস্ফোরণটি ঘটে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন কর্মরত দুই শ্রমিক।

দুপুরে বিকট শব্দে বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। দেখতে পান, বিস্ফোরণের অভিঘাতে তখন মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন দুই শ্রমিক। দুইজনেই গুরুতর জখম। রক্তাক্ত অবস্থায় পড়ে ছটফট করছিলেন শ্রমিকরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অন্যান্য শ্রমিকরাই ওই আহত দুই শ্রমিককে উদ্ধার করে নিয়ে যায় ন্য়াশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশকর্মীরাও। কলকাতা পুলিশের গোয়েন্দা দমন শাখার আধিকারিকরাও পৌঁছে যান ঘটনাস্থলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম শ্রমিকদের মধ্যে একজনের নাম লোকমান মোল্লা। বিস্ফোরণের অভিঘাতে তাঁর হাত উড়ে গিয়েছে। অন্যজনেরও জখম গুরুতর। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে তাঁরা। এদিকে কলকাতা পুলিশের গোয়েন্দা দমন শাখার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেও ওই ঘটনাস্থলটিকে সম্পূর্ণ ঘিরে রেখেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই এলাকায় মাটির তলায় পুরনো কোনও সকেট বোমা লুকিয়ে রাখা ছিল। নির্মাণকাজ চালানোর সময় মাটির তলায় লুকিয়ে রাখা ওই বোমাটির উপর কোনওভাবে কোপ পড়ে থাকতে পারে এবং সেই থেকেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের।

সাম্প্রতিক অতীতে রাজ্যের বিভিন্ন জেলায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে এবার খাস কলকাতাতেও এমন বিস্ফোরণের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে আশপাশের আলাকায়। কীভাবে ওই এলাকায় বোমা রাখা হল, কারা ওখানে বোমা লুকিয়ে রেখেছিল, সেই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Next Article
Laal Singh Chaddha: বাংলায় ‘লাল সিং চাড্ডা’ দেখানো বন্ধের আর্জি, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
Abhishek Banerjee: কোনওরকম অন্যায়ে দলকে পাশে পাবেন না, সাংগঠনিক বৈঠকে কড়া বার্তা অভিষেকের : সূত্র