
কলকাতা: মৃত BLO-দের ক্ষতিপূরণ দিতে প্রস্তুত নির্বাচন কমিশন। তবে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন ১২টা রাজ্যের CEO-কেই বার্তা দিয়েছে, যদি SIR এর জন্য অতিরিক্ত সময় লাগে তাহলে তাদের জানাতে হবে। শুক্রবার ১২টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে নির্বাচন কমিশন।
ওই বৈঠকে কমিশন জানিয়েছে, এই ১২ রাজ্যের মধ্যে SIR করতে কোনও রাজ্যের অতিরিক্ত সময় লাগবে জানাতে হবে। ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া ৭ দিন পিছিয়ে দিয়েছে কমিশন। কোনও রাজ্যের সমস্যা থাকলে আরও সময় দিতে রাজি কমিশন। রাজ্যগুলিকে সেটাই জানাতে বলেছে কমিশন। রাজ্যগুলি কিছুটা সময় চেয়েছে।
তবে সিইও দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে যে ভাবে কাজ এগিয়েছে, তাতে অতিরিক্ত সময় লাগবে না। তারা জানিয়েছে, SIR-এর মূল কাজ এ রাজ্যে প্রায় শেষের দিকে। তা ছাড়া সামনেই বিধানসভা ভোট রয়েছে। তাই অতিরিক্ত সময় নেবে না।
কমিশন সূত্রে খবর, শুক্রবার বিকাল পর্যন্ত আপডেট হওয়া তথ্য অনুসারে, মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৭১ হাজার ২৩৯ জন। নাম বাদ যেতে পারে ৫৪ লক্ষ ৫৯ হাজার ৫৪১ জন। এদিকে, মৃত ভোটারের তালিকা তৈরি নিয়ে এবার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারদের বিশেষ সতর্কবার্তা নির্বাচন কমিশনের। সিইও অফিস থেকে নির্দেশ দেয়। ইতিমধ্যেই ডেটাবেসে মৃত ভোটারদের যে তালিকা তৈরি হয়েছে, তা ফের যাচাইয়ের নির্দেশ কমিশনের। ইআরও এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।