
কলকাতা: এসআইআর (SIR) প্রক্রিয়া চালু হওয়ার আগে থেকে এখন প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন একাংশ বিএলওরা। গঠিত হয়েছে ‘বিএলও ঐক্যমঞ্চ’। শনিবারের পর এবার রবিবার SIR-এর বিরোধিতা করে পথে নামছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ।
জানা গিয়েছে, সোমবার বেলা বারোটায় কলেজস্ট্রিট থেকে মিছিল শুরু হবে। তারপর সেই মিছিল পৌঁছলে কমিশনের অফিসে। সেখানে পাকাপাকিভাবে ধরনায় বসে পড়তে চান আন্দোলনকারীরা। এই ধরনা শুরু হলে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে।
কেন পথে নামছেন আন্দোলনকারীরা?
বিএলওদের মৃত্যুকে সামনে রেখেই রাস্তায় নামছেন উদ্যোক্তারা। এখানে উল্লেখ্য, রাজ্যে এখনও পর্যন্ত মোট তিনজন বিএলও-র মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রত্যেকেরই অভিযোগ,অত্যাধিক পরিমাণ কাজের চাপ আর সেই কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তাঁরা। কৃষ্ণনগরে যে বিএলও (BLO) আত্মঘাতী হয়েছেন তিনি আবার একপাতা সুইসাইড নোট লিখে রেখে গিয়েছেন। সেখানে নির্বাচন কমিশনকে সরাসরি আত্মহত্যার জন্য দায়ী করেছেন তিনি।
তবে শুধু নয়, রাজ্যজুড়ে বিএলওদের অসুস্থ হয়ে যাওয়ার খবরও প্রকাশ্যে আসছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একাধিক জেলা থেকে এই অভিযোগ এসেছে। প্রত্যেকেই কাজের চাপকে সরাসরি দায়ী করছেন। এবার তারই প্রতিবাদে পথে নামছে ‘বিএলও ঐক্যমঞ্চ’। উল্লেখ্য, শনিবার রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দফতরে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। রাজ্যের সকল বিএলও-দের মুখে-মুখে ওঠা অভিযোগগুলিকেই কমিশনের সামনে তুলে ধরেছেন তিনি। তারপর এবার ফের একবার কমিশনের বিরুদ্ধে সরব বিএলও ঐক্যমঞ্চ।