RG Kar: সিলড গ্লাভসে রক্তের দাগ, স্যালাইনের বোতলে ছত্রাক? ফের ভয়ঙ্কর অভিযোগ একাধিক মেডিক্যাল কলেজে

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Oct 10, 2024 | 2:07 PM

RG Kar: ঘটনায় প্রশ্নের মুখে সামগ্রিক চিকিৎসা পরিষেবা। বাড়ছে উদ্বেগ। ডাক্তাররাই বলছেন, রোগীর পরিজনরা জানতেই পারছেন কীভাবে নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম দিয়ে চলছে গোটা কাজ। কীভাবে বিপদ বাড়ছে সরকারি হাসপাতালগুলিতে।

RG Kar: সিলড গ্লাভসে রক্তের দাগ, স্যালাইনের বোতলে ছত্রাক? ফের ভয়ঙ্কর অভিযোগ একাধিক মেডিক্যাল কলেজে
শোরগোল স্বাস্থ্য মহলে
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: অপারেশনের সিলড গ্লাভসে শুকনো রক্তের দাগ। আরজি করের ট্রমা কেয়ারের প্যাকেটবন্দি গ্লাভসের ভিডিয়ো ভাইরাল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। সূত্রের খবর, ট্রমা কেয়ারের কর্তব্যরত জুনিয়র চিকিৎসকদের হাত ধরে এই ভিডিয়ো বাইরে এসেছে। তাঁরা স্পষ্টই জানাচ্ছেন সিল করা প্যাকেটের মধ্য থেকেই রক্তের দাগ লাগা এই গ্লাভস পাওয়া গিয়েছে। তাঁদের দাবি, এই ছবি শুধু আরজি করের ছবি নয়। অভিযোগ বিভিন্ন মেডিকেল কলেজের স্যালাইনের বোতলে ছত্রাক পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে ব্যবহৃত সিরিঞ্জ। 

ঘটনায় প্রশ্নের মুখে সামগ্রিক চিকিৎসা পরিষেবা। বাড়ছে উদ্বেগ। ডাক্তাররাই বলছেন, রোগীর পরিজনরা জানতেই পারছেন কীভাবে নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম দিয়ে চলছে গোটা কাজ। কীভাবে বিপদ বাড়ছে সরকারি হাসপাতালগুলিতে। এদিকে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা শোরগোল ফেলে দিয়েছে স্বাস্থ্য মহলে। 

জুনিয়র চিকিৎসকদের দাবি, এই সামগ্রিক অপব্যবস্থারই পরিবর্তন চাইছেন তাঁরা। সে কারণেই তাঁদের এই দীর্ঘ আন্দোলন, সে কারণেই অবস্থার বদল চেয়ে আমরণ অনশন। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে শুরু থেকেই প্রশ্ন উঠেছে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি নিয়ে। দুর্নীতির অভিযোগেই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করে সিবিআই। তা নিয়ে তোলপাড় তো চলছেই। এরই মধ্যে এবার  সিলড গ্লাভসে শুকনো রক্তের দাগে নতুন করে চাপানউতোর। তবে এখনও ভিতরে সক্রিয় বড় কোনও দুর্নীতি চক্র? প্রশ্নে বাড়ছে উদ্বেগ। 

ঘটনায় স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলছেন, “নন-স্টেরাইল গ্লাভস কীভাবে আরজি করের ট্রমা বিল্ডিংয়ে এল তা দেখা হচ্ছে। হাসপাতালের স্টোরে সামগ্রী সরবরাহের আগে আমাদের নজরদারি ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থা এড়িয়ে রক্তের দাগ লাগা গ্লাভস কী ভাবে পৌঁছল তা দেখা হচ্ছে‌। এ সময় কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ কাজ করল কি না তাও দেখা দরকার। আমরা নন স্টেরাইল গ্লাভস সব সরানোর ব্যবস্থা করেছি।”

Next Article