Sector V: সেক্টর ফাইভের বহুতলের নিচে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা? বাড়ছে রহস্য

Sector V: শোরগোলের মধ্যেই খবর যায় পুলিশে। ঘটনাস্থলে আসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। উদ্ধার করা হয় দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম পরিবেশ চট্টোপাধ্য়ায়। তিনি একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে।

Sector V: সেক্টর ফাইভের বহুতলের নিচে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা? বাড়ছে রহস্য
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 20, 2024 | 9:11 PM

কলকাতা: সবে তখন অফিস ফেরত ভিড়টা ধীরে ধীরে পাতলা হতে শুরু করেছে। আচমকা শোরগোল সল্টলেকের অফিস পাড়ায়। সেক্টর ফাইভের বহুতলের নিচ থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। যদিও যতক্ষণে তাঁকে উদ্ধার করা হয় তখন আর দেহে প্রাণ ছিল না বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এটা নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা, নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কিন্তু, সন্ধ্যায় আচমকা এ ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় সেক্টর ফাইভে। 

শোরগোলের মধ্যেই খবর যায় পুলিশে। ঘটনাস্থলে আসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। উদ্ধার করা হয় দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম পরিবেশ চট্টোপাধ্য়ায়। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ১৬ তলা থেকে ঝাঁপ দিয়েছেন ওই ব্যক্তি। কিন্তু, পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে জিজ্ঞাসাবাদ করা হবে পরিবারের সদস্যদের। ইতিমধ্য়েই যোগাযোগের চেষ্টাও চলছে।

একইসঙ্গে কথা বলা হচ্ছে যে অফিসে ওই ব্যক্তি কাজ করতেন সেখানকার কর্মীদের সঙ্গেও। ইতিমধ্যেই দেহ উদ্ধারের পর তা ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ বিধাননগর মহকুমা হাসপাতালে  পাঠিয়েছে। শুক্রবার তা আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।