কলকাতা: বাংলাদেশে অনেকদিন আগেই ক্ষমতাচ্যুত হয়েছেন খালেদা জিয়া তথা বিএনপি। দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল আওয়ামি লিগ। আজ শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর যখন মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তখন আবারও বাংলাদেশের মাথাচাড়া দিচ্ছে বিএনপি। ভারতের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক কথা বলছেন বিএনপি নেতারা। তবে সে সব উস্কানির কি আদৌ কোনও বাস্তব ভিত্তি আছে? নাকি সবটাই ফাঁকা আওয়াজ।
এই প্রসঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলছেন, বাংলাদেশ আজ পর্যন্ত কোনও যুদ্ধ লড়েনি। কোনও অভিজ্ঞতা নেই। তাই যে সব উস্কানি বা হুমকি দিচ্ছে, ও সব ফাঁকা আওয়াজ। তিনি মনে করেন, বাংলাদেশ নিয়ে ভাবনাচিন্তা করা দরকারই নেই।
আর বিএনপি? যারা বুধবার আগরতলার দিকে হেঁটে এসে ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করল! যারা বাংলা, বিহার, ওড়িশা দখল করার দিবাস্বপ্ন দেখছেন, তাঁদের কী উদ্দেশ্য? কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কথায়, “২০০৫-০৬ এর পর থেকে বিএনপি নেতারা বাড়িতে বসে আছেন। লং মার্চ করুন। স্বাস্থ্য ভাল থাকবে। বিএনপি নেতাদের বদহজম হয়েছে। আমলকী খান, ভাল থাকবেন।”
কর্নেল মনে করেন, আসলে যুদ্ধের হুমকির কোনও ভিত্তি নেই। শুধুই ঝামেলা পাকানোর চেষ্টা হবে। তবে সিমি বা হুজির স্লিপার সেল আছে বলে উল্লেখ করেন তিনি। ফলে বাংলার পুলিশকেও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন।