Baguiati: ট্রলি ব্যাগে আস্ত লাশ, খোলা চুল-মুখে জড়ানো ব্রাউন টেপ, চোখ কপালে পুলিশের

Baguiati: মাস দুয়েক আগেই কলকাতার আহিরীটোলায় যে ঘটনা ঘটেছিল, তা অনেকেরই মনে আছে। ট্রলির ভিতর মিলেছিল আস্ত এক মহিলার দেহ। এবার শহরের অদূরে ফের একই ঘটনা।

Baguiati: ট্রলি ব্যাগে আস্ত লাশ, খোলা চুল-মুখে জড়ানো ব্রাউন টেপ, চোখ কপালে পুলিশের
উদ্ধার হওয়া ট্রলি ব্যাগImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 22, 2025 | 11:00 AM

বাগুইআটি: খাস কলকাতার কাছেই ফের আতঙ্কের ছবি। নর্দমায় আবর্জনার সঙ্গে ট্রলি ব্যাগটা পড়েছিল দেখেই সন্দেহ হয়। মঙ্গলবার সকালে সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় বাগুইআটি থানার পুলিশ। আর ব্যাগ খুলতেই চোখ কপালে। ফের ট্রলি ব্যাগের ভিতর মিলল দেহ। গত ফেব্রুয়ারি মাসেই আহিরীটোলায় একটি ট্রলি ব্যাগের ভিতর থেকে মিলেছিল এক মহিলার দেহ। আর এবার বাগুইআটিতে।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় প্রথম ট্রলি ব্যাগটি চোখে পড়ে এলাকার বাসিন্দাদের। প্রথমটায় তাঁরা ভেবেছিলেন আবর্জনার সঙ্গেই ফেলে দেওয়া হয়েছে ট্রলি ব্যাগটিও। কেউ গুরুত্ব দেননি খুব একটা। তবে মঙ্গলবার সকালে এক পেপার বিক্রেতার নজরে এলে, তিনি স্থানীয় এক বাসিন্দাকে জানান।

এরপর ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আর ব্যাগটি খুলতেই দেখা যায়, ভিতরে রয়েছে মৃতদেহ। এক যুবতীর দেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরণে সালোয়ার কামিজ, খোলা চুল ওই যুবতীর মুখ বেঁধে দেওয়া হয়েছে ব্রাউন টেপ দিয়ে। খুন করে যে দেহ লোপাট করার চেষ্টা হয়েছে, তেমনটাই দাবি পুলিশের।

পুলিশের দাবি, ওই যুবতীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০-এর মধ্যে। নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটাল, তা জানতে তদন্ত করছে পুলিশ।