কলকাতা: একেবারে প্রকাশ্যে রাস্তায় শহরের বুকে ফুটপাত থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। তা ঘিরেই শোরগোল। এদিন হলদিরাম বাসস্ট্যান্ডের ফুটপাতে দেহ পড়তে থাকতে দেখেন এলাকার লোকজন। শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বাগুইআটি থানার পুলিশ। ইতিমধ্যেই তা উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন একেবারে কাকভোরেই প্রথম দেহটি দেখতে পান বেশ কয়েকজন। যদিও দেখে চিনতে পারেননি কেউই। ধীরে ধীরে খবর চাউর হতেই এলাকায় জমে ভিড়। তারপরই খবর যায় বাগুইআটি থানায়। যদিও প্রাথমিক তদন্তের পরেও যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি। চলছে খোঁজ। পুলিশ কথা বলছে এলাকার লোকজনের সঙ্গে।
পুলিশের সন্দেহ ওই যুবক ড্রাগে আসক্ত ছিলেন। দেহে মিলেছে একাধিক নিডল ইনজেক্টের চিহ্ন। ইতিমধ্যেই ময়নাতদন্তের কাজ শুরু হয়ে গিয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ বোঝা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। এলাকার লোকজনের সন্দেহ, রাস্তাতেই রাতভর বসে নেশা করেছিলেন ওই যুবক। অতিরিক্ত নেশার কারণেই মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন। কিন্তু, এইব অবস্থা হলেও রাস্তায় থাকা কর্তব্যরত ট্রাফিক পুলিশদের কেন বিষয়টা নজরে এল না সেই প্রশ্নও উঠছে নানা মহলে।