কলকাতা: শহরে এক নির্মীয়মান বহুতলের পাশে দাঁড়িয়ে থাকা এক কিশোরের মৃত্যুর ঘটনা উত্তেজনা ছড়াল শুক্রবার সন্ধ্যায়। ওই বহুতল থেকে কিশোরের মাথায় একটি পাইপ পড়ে মৃত্যুর ঘটনা ঘটে বলে সূত্রের খবর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার ওই কিশোরের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। মৃত কিশোরের বয়স ১৬ বছর।
কলকাতার ওয়াটগঞ্জ স্ট্রিট এলাকার ঘটনা। ৩২ নম্বর ওয়ার্ডের ওয়াটগঞ্জ স্ট্রিটে নির্মাণ কাজ চলছিল। শুক্রবার রাতে ছাদ ঢালাইয়ের কথা ছিল বলে জানা গিয়েছে। তার আগেই মর্মান্তিক ঘটনা। লোহার রড বাঁধা থাকলেও আচমকা পড়ে যায় পাইপ। আর তাতেই মৃত্যু। স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে নির্মাণকাজ চলছিল। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ।
এই ঘটনায় শামিম নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। উনিই এই বহুতলের নির্মাণকাজ করছিলেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ জানিয়ে এদিন স্থানীয় কাউন্সিলরের বাড়িতে যান স্থানীয় বাসিন্দারা। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে শামিম গ্রেফতার হওয়ার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। কীভাবে ওই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।