
কলকাতা: নিয়োগ নিয়ে একগুচ্ছ অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। দিনের পর দিন, বছরের পর বছর নিয়োগের দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার চাকরি প্রার্থী। প্রায় প্রতিদিন মামলা চলছে আদালতে। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন রাজ্য জুড়ে শূন্যপদের সংখ্যা এক হাজারেরও কম। গোটা রাজ্যে শিক্ষকের চাকরিতে এই মুহূর্তে মাত্র ৭৮১টি শূন্যপদ রয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী জানান দফতরের হিসেব বলছে, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষকের শূন্যপদ মাত্র ১৩টি। একইভাবে মাধ্যমিক স্তরে ২৮টি, আপার প্রাইমারিতে ৪৭৩টি, প্রাইমারি বা প্রাথমিকে ২৬৭টি শিক্ষকের পদ খালি রয়েছে। একই সঙ্গে ব্রাত্যর দাবি, বিজেপি সম্প্রতি হিসেব দিচ্ছিল যে রাজ্যে শিক্ষকের শূন্যপদের সংখ্যা নাকি তিন লক্ষ। সেটা সম্পূর্ণ ভুয়ো, ভ্রান্ত।
এত নিয়োগ নিয়ে যেখানে অভিযোগ, সেখানে এত কম শূন্যপদ কীভাবে? শিক্ষামন্ত্রীর দাবি, অভিযোগ ঠিক নয়। আর নতুন যে নিয়োগ হচ্ছে, তা নতুন পদ তৈরি করে করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।