Bratya Basu EXCLUSIVE: ‘রিভিউ পিটিশনে’ সুপ্রিম কোর্ট না বললে কোনও রাস্তা নেই’, স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

Bratya Basu EXCLUSIVE: রিভিউ পিটিশনে আদালত অনুমতি না দিলে, যদি সদর্থক কিছু না হয়, তাহলে চাকরি ফিরে পাওয়ার কোনও আশা আছে? এ প্রশ্ন করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সে প্রশ্ন উত্তরে শিক্ষামন্ত্রী সাফ জানালেন 'কোনও রাস্তাই নেই।'

Bratya Basu EXCLUSIVE: রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্ট না বললে কোনও রাস্তা নেই, স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী
ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রীImage Credit source: TV9 Bangla

Apr 11, 2025 | 11:23 PM

কলকাতা:  চাকরি বাতিল রায়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে রাজ্য। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে সে কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রিভিউ পিটিশনে আদালত অনুমতি না দিলে, যদি সদর্থক কিছু না হয়, তাহলে চাকরি ফিরে পাওয়ার কোনও আশা আছে? এ প্রশ্ন করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সে প্রশ্ন উত্তরে শিক্ষামন্ত্রী সাফ জানালেন ‘কোনও রাস্তাই নেই।’

শিক্ষামন্ত্রী স্পষ্ট বলেন, “রিভিউ পিটিশন করছি মানে একটা বুঝে নিতে হবে সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট রায়ের ভিত্তিতে, তার কাছেই আমরা রিভিউ পিটিশন করছি। সেটাও যদি খারিজ হয়, জানি না কী রাস্তা রয়েছে, কিন্তু সেটা তো পরের কথা পরে।”

নেতাজি ইন্ডোরের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন, রাজ্য পুনর্বিবেচনার আর্জি জানাতে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে। কিন্তু তাতেও যদি সদর্থক না হয়, সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি-র কথা বলেছেন। মমতা বলেছিলেন,  “সুপ্রিম কোর্টের আইন মেনেই বলছি,  আমাদের প্ল্যান এ রেডি, প্ল্যান বি রেডি, প্ল্যান সি রেডি,… এই যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনওভাবেই না যায়…তার ব্যবস্থা করব।” এ প্রসঙ্গেই বলেছিলেন, “যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নিতে হয়।”

সে প্রসঙ্গ টেনেই শিক্ষামন্ত্রী বলেন, “সেটা তো অবস্থা বুঝে ব্যবস্থা। এখন আমার হাতে যে লাইফলাইনটা রয়েছে, সেটার পূর্ণ ব্যবহার করার চেষ্টা করব।”