BLO: বিএলও নিয়োগের কথা জানতই না রাজ্য, বিস্ফোরক শিক্ষামন্ত্রী

SIR: পর্ষদের তরফ থেকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে রাজ্যে মোট ২৬৮২টি পরীক্ষা কেন্দ্র থাকছে, তার জন্য এক লক্ষ পরিদর্শক লাগে। তাই সেই শিক্ষক সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে SIR প্রক্রিয়া চালানোর জন্য অনুরোধ করা হয়েছে কমিশনকে।

BLO: বিএলও নিয়োগের কথা জানতই না রাজ্য, বিস্ফোরক শিক্ষামন্ত্রী
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 19, 2025 | 1:41 PM

কলকাতা: এসআইআর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কমিশনের একটা চাপান-উতোর শুরু থেকেই সামনে আসছে। এবার বিএলও-দের নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রাজ্য সরকার তথা শিক্ষা দফতরকে না জানিয়েই রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানালেন ব্রাত্য। তাঁর দাবি, এভাবে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে কমিশন।

কমিশনের কাজের জন্য মাধ্যমিক পরীক্ষায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সেই বার্তা দিয়ে সম্প্রতি কমিশনকে একটি চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। চলবে ওই মাসের ১২ তারিখ পর্যন্ত। ওই সময় শিক্ষকদের যাতে কমিশনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়, সেই অনুরোধ জানানো হয়েছে। পর্ষদের সেই চিঠিকে সমর্থন জানিয়েছেন ব্রাত্য।

শিক্ষামন্ত্রী বলেন, “এটা ক্ষমতা কুক্ষিগত করার মানসিকতা। রাজ্য সরকারকে এড়িয়ে চলা হচ্ছে। তানাশাহী চলছে।” তাঁর দাবি, পশ্চিমবঙ্গের শিক্ষকদের বেতন, পেনশন সুরক্ষিত। অন্যান্য রাজ্যে বেশিরভাগই চুক্তিভিত্তিক শিক্ষকরা কাজ করেন। সেই কারণেই এভাবে শিক্ষা দফতরকে এড়িয়ে কাজ করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

পর্ষদের তরফ থেকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে রাজ্যে মোট ২৬৮২টি পরীক্ষা কেন্দ্র থাকছে, তার জন্য এক লক্ষ পরিদর্শক লাগে। তাই সেই শিক্ষক সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে SIR প্রক্রিয়া চালানোর জন্য অনুরোধ করা হয়েছে কমিশনকে। পরিদর্শক, ভেন্যু সুপারভাইজার ও ইনচার্জদের ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করা হয়েছে।