
কলকাতা: সুপ্রিম নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারানোর পর রাজ্য জুড়ে দফায় দফায় বিক্ষোভ হয়েছে। ডিআই অফিসে তালা মেরে দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন চাকরিহারারা। আর সেই কর্মসূচি চলাকালীন পুলিশের লাথি মারার ছবি সামনে এসেছিল। এবার আন্দোলনের আকার বৃহত্তর। গোটা করুণাময়ী চত্বর ঘিরে ফেলেছেন চাকরিহারারা। চলছে অনশন। এবার কী পদক্ষেপ?
আগেরবার পুলিশ ও প্রশাসন বলেছিল, বাধ্য হয়ে পুলিশকে ওই কাজ করতে হয়েছে। তবে এবার খোদ শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, কোনও বলপ্রয়োগ করা হবে না। মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়েছে বিক্ষোভ। আর সেই বিক্ষোভের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই তিনি বলেন, “আমরা কোনও কড়া পদক্ষেপ করব না। এখনও পর্যন্ত কোনও বলপ্রয়োগও করিনি।”
তবে পুলিশ ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে, তাদের কাজে বাধা দেওয়া আইনসম্মত হচ্ছে না। ব্রাত্য বসুর আর্জি, ‘আপনারা আন্দোলন করুন। তাতে যেন কারও জীবন বিপন্ন না হয়।’ ‘গোটা শিক্ষা দফতর আপনাদের জন্য কাজ করবে’ বলেও আশ্বস্ত করেছেন তিনি।
চাকরিহারাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী আরও বলেন, “আপনাদের জন্যই এসএসসি লড়ছে। সরকার আপনাদের পাশে আছে। আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আমাদের কাজ আমাদের করতে দিন। আপনাদের কাজ আপনারা করুন।”