Bread Price: ব্রেকফাস্টেও কোপ! ডিম-পাঁউরুটি খেতে এবার কত খরচ হবে জানেন?
Bread Price: চারচাকা গাড়ির নাম্বার প্লেট থেকে শুরু করে ব্লু বুক নকল করে বাইকে ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণা। গ্রেপ্তার যুবক। বাজেয়াপ্ত বাইক।বস্তুত, গৃহস্থের হেঁশেল কিংবা রাস্তার ধারে থাকা ফুট কাউন্টার সবেতেই ডিম-টোস্ট বা বাটার টোস্টের চাহিদা প্রচুর।
কলকাতা: সকালের ব্রেকফাস্টে পাঁউরুটি থাকে মেনুতে? কিংবা সন্তানকে চটজলদি টিফিনে ভরে দেন পাঁউরুটি। তাহলে আপনার জন্য খারাপ খবর। নতুন বছরের শুরুতেই বাড়ল পাউরুটির দাম। ৫ তারিখ থেকে এই নতুন দাম কার্যকরী হয়েছে রাজ্য জুড়ে। বেকারি শিল্পকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে জানানো হয়েছে।
বলা হয়েছে পাঁউরুটি তৈরির জন্য যে কাঁচামালের প্রয়োজন হয়, তার দাম বেড়েছে ব্যাপক হারে। সেই কারণে পেরে উঠছে না প্রস্তুতকারী সংস্থা। তাই দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই। এর আগে ৪০০ গ্রাম পাঁউরুটি বিক্রি হত ৩২ টাকায়। নতুন বর্ধিত দামে ৪০০ গ্রাম পাঁউরুটি কিনতে দিতে হবে ৩৬ টাকা। ২০০ গ্রাম পাঁউটির দাম বেড়ে হয়েছে আঠারো টাকা। আবার ১০০ গ্রাম পাঁউরুটি দাম হয়েছে বেড়ে হয়েছে ৯ টাকা ।
বস্তুত, গৃহস্থের হেঁশেল কিংবা রাস্তার ধারে থাকা ফুট কাউন্টার সবেতেই ডিম-টোস্ট বা বাটার টোস্টের চাহিদা প্রচুর। এ দিকে পাঁউরুটির দাম বাড়তেই কেউ কেউ বলছেন, একটু দাম বেড়েছে তাই অল্প ঘুগনি আর পাঁউরুটিতে তিনি ব্রেকফাস্ট সারছেন। কেউ বলছেন দাম বাড়লেও এর সঙ্গে কোনও সমঝোতা করা যাবে না। তাই বেশি দাম দিয়েই খেতে হবে।