Bangla NewsKolkata Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news 15 december 2025
Chaos in Yuva Bharati: মঙ্গলে প্রকাশিত হবে খসড়া তালিকা, বাদের খাতায় কত?
Breaking News in Bengali Live Updates: সোমবার সকালে বাগুইআটির জ্যাংড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। শনিবার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিয়োনেল মেসির কলকাতায় আগমন, তার পর তৈরি হওয়া চাঞ্চল্যকর পরিস্থিতি এবং ক্রীড়াঙ্গনের ভাঙচুরের ঘটনা ঘিরে এই দুইকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। সোমবার সকালে বাগুইআটির জ্যাংড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। শনিবার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিয়োনেল মেসির কলকাতায় আগমন, তার পর তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। বিশ্বকাপজয়ী ফুটবলার দেখতে না-পেয়ে ক্রীড়াঙ্গনে ভাঙচুর চালায় একাংশের ক্ষিপ্ত দর্শকরা। যে ছবি দেখেছে গোটা বিশ্ব। এদিন বিভিন্ন সংবাদমাধ্য়মের সেই সকল ফুটেজকে ব্যবহার করে ভাঙচুরের ঘটনায় এই দুইকে গ্রেফতার করেছে পুলিশ।
দুই অভিযুক্তের নাম শুভ্র প্রতিম দে এবং গৌরব বসু। সোমেই তাঁদের বিধাননগর আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানাবে পুলিশ। পাশাপাশি, এই একই দিনে লিয়োনেল মেসিকে ভারতে নিয়ে আসা আয়োজক সংস্থার তিন উচ্চপদস্থ কর্তাকেও তলব করেছে দক্ষিণ বিধাননগর থানা। সূত্রের খবর, দুপুর তিনটেয় থানায় ডেকে পাঠানো হয়েছে তাঁদের। পূর্বপরিকল্পিত অনুষ্ঠানে চরম অব্যবস্থা কেন, কত টাকার টিকিট বাজারে ছাড়া হয়েছিল, কত টাকার বিক্রি হয়েছিল, এই সব তথ্যই জানতে চান তদন্তকারীরা।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
15 Dec 2025 11:26 PM (IST)
দুর্গাপুরে আত্মঘাতী গৃহবধূ, এসআইআর আতঙ্কের অভিযোগ
ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসআইআর আতঙ্কে এক গৃহবধূ আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। মৃতার নাম সুবর্ণা গুঁই সাহা(৩৭)। তাঁর পরিবার বাংলাদেশ থেকে অনেক বছর আগে এসেছেন। তবে তাঁর বাবা-মার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। সেই আতঙ্কে সুবর্ণা আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে।
সোমবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত গঙ্গাসাগর মেলা নিয়েই বৈঠক হওয়ার কথা ছিল এদিন।
সেই বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকেই ‘ভিআইপি কালচার’ নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার বার্তা দিয়েছেন, “কোনও ভিআইপি কালচার চলবে না। ভিআইপি-দের জন্য যেন সাধারণ পুণ্যার্থীদের কোনওরকম সমস্যা না হয়।”
15 Dec 2025 04:19 PM (IST)
মতুয়া গড়ে প্রায় দেড় লক্ষ নাম বাদ!
মতুয়া প্রভাবিত বনগাঁ মহকুমার ৪ বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ৩৪ হাজারের বেশি গোটা ভোটারকে এসআইআর-এর শুনানিতে ডাকা হবে বলে কমিশন সূত্রে খবর।
আতঙ্কিত মতুয়া সমাজ।
উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব রয়েছে।
আর এই চার বিধানসভা কেন্দ্রে এসআইআর-এ ১ লক্ষ ৩৪ হাজারের বেশি ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর ।
15 Dec 2025 04:18 PM (IST)
ফোনে আসছে স্বস্তির মেসেজ
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়ে দেয়, নাগরিকত্বের আবেদন করলেই ভোটার লিস্টে নাম তোলা যাবে না।
অর্থাৎ প্রথমে নাগরিক হতে হবে, তারপরই তাঁরা ভোটাধিকার পাবেন।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তড়িঘড়ি সার্টিফিকেট আসতে শুরু করেছে।
উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে রাতারাতি হাজার হাজার মানুষের মোবাইলে মেসেজ এসে সার্টিফিকেট আসার।
এরমধ্যে অনেকের ২০০২ সালে নাম নেই, তাঁরা আর ভয় পাচ্ছেন না।
15 Dec 2025 03:32 PM (IST)
বাদের খাতায় ৫৮ লক্ষ
দিন পেরলেই প্রকাশিত হবে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা।
কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত বাদের তালিকায় রয়েছেন ৫৮ লক্ষ ভোটার।
বাদের খাতা –
মৃত ভোটার: ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২
নিখোঁজ ভোটার: ১২ লক্ষ ২০ হাজার ০৩৮
স্থানান্তরিত ভোটার: ১৯ লক্ষ ৮৮ হাজার ০৭৬
ভুয়ো ভোটার: ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮
অন্যান্য: ৫৭ হাজার ৬০৪
মোট: ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮
15 Dec 2025 02:33 PM (IST)
শান্তি নেই মানিকের
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। পরে জামিন পান তিনি।
কিন্তু বাড়ি ফিরেও যে শান্তি নেই তাঁর। রাজ্যপালের অনুমোদনে তাঁর বিরুদ্ধে ফের শুরু হল বিচারপ্রক্রিয়া।
নিয়োগ মামলায় সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে মানিক ভট্টাচার্য ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীর।
15 Dec 2025 02:05 PM (IST)
মাথা হেঁট হল বাংলার
ক্রীড়াঙ্গনে ভাঙচুর। মেসির আগমন ঘিরে কলকাতায় চাঞ্চল্য। তারকা ফুটবলারকে না-দেখতে পেয়ে ক্ষোভ। কিন্তু আর্জেন্টিনার প্রথম সারির সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার কথা প্রকাশিত হল ‘দাঙ্গা’ বলে।
15 Dec 2025 02:03 PM (IST)
বাংলায় আবার আসবেন মেসি, শুধু একটা শর্ত…
রবিবার উত্তর ২৪ পরগনার লেলিনগড়ে সভা ছিল বিরোধী দলনেতার। সেখান থেকে শুভেন্দু অধিকারী বলেন, “আনুন বিজেপিকে। হায়দরাববাদ যদি পারে, দেবেন্দ্র ফড়ণবিশ যদি পারেন, রেখা গুপ্তার দিল্লি যদি পারে, তা হলে আগামী দিনে বিজেপি এলে আমরা মেসিকে নিয়ে আসব। কী করে খেলা করতে হয় হায়দরাবাদ, মুম্বই, দিল্লির মতো আমরাই দেখাব। যদি, চন্দ্রবাবু নাইডু পারেন, রেখা গুপ্তা আর দেবেন্দ্র ফড়ণবিশ যদি পারেন আগামী দিনে বিজেপির মুখ্য়মন্ত্রীও পারবেন। ভরসা রাখুন।”
15 Dec 2025 01:50 PM (IST)
FIR দায়ের রাজের
মেসির সঙ্গে ছবি, স্ত্রীকে নিয়ে ট্রোল। রবিবারই সামাজিক মাধ্যমে পোস্ট করে তাঁর প্রতিবাদ জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী।
সোমবার তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ, শুভশ্রীকে উদ্দেশ করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তাই তিনি আইনের পথেই হাঁটলেন।
এবার তা নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর পাল্টা অভিযোগ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়েই আসলে ব্যবসা করেছেন। গ্রেফতার করতে হবে তাঁকেই।