CM Mamata Banerjee: আজই নবান্নে উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকলেন মমতা, কেন?
Nabanna: প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার আগে প্রস্তুতি বৈঠক করেন। এমনকী সরজমিনে পরিস্থিতি খুঁটিয়ে দেখতে গঙ্গাসাগর মেলার পরিস্থিতি দেখতে পরিদর্শনে যান তিনি। যাতে গঙ্গাসাগর মেলায় আগত দর্শনার্থীদের থাকার, দর্শন করার ব্যবস্থা থেকে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়।

কলকাতা: আর কয়েকদিন। তারপরই গঙ্গাসাগর মেলা। প্রতিবারের মতো এবারও সেই কারণে উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ অর্থাৎ ১৫ ডিসেম্বর নবান্ন সভাঘরে বৈঠক করবেন তিনি।
কে কে থাকছেন বৈঠকে?
নবান্ন সূত্রে খবর, সংশ্লিষ্ট বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্ত্তী, ডিজি রাজীব কুমার, বিভিন্ন দফতরের মন্ত্রী সহ সংশ্লিষ্ট দফতরের প্রধান সচিবরা উপস্থিত থাকবেন। এছাড়া রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম-সহ একাধিক সংগঠনের মহারাজরা বৈঠকে উপস্থিত থাকবেন। বিশেষকরে বৈঠকে জনস্বাস্থ্য, সুন্দরবন উন্নয়ন, পূর্ত, পরিবহন, বিদ্যুৎ, খাদ্য, দমকল, পরিবেশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের পদাধিকারীরা উপস্থিত থাকবেন।
প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার আগে প্রস্তুতি বৈঠক করেন। এমনকী সরজমিনে পরিস্থিতি খুঁটিয়ে দেখতে পরিদর্শনেও যান তিনি। গঙ্গাসাগর মেলায় আগত দর্শনার্থীদের থাকার, দর্শন করার ব্যবস্থা থেকে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত যাতে ঠিকমতো করা যায় সেই কারণেই মমতা নিজে উপস্থিত থাকেন সেখানে। নজর রাখেন সবটা।
প্রসঙ্গত, আগামী ১৪ জানুয়ারি গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নান হবে। তার আগে যাতে প্রস্তুতিতে কোনও রকম খামতি না থাকে। তার জন্য সমস্ত ব্যবস্থাপনা নিজেই খুঁটিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া আর কী কী ভাবে গঙ্গাসাগর মেলায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিষেবা দেওয়া যায়, তার জন্য বিশেষ পরামর্শও দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এই উচ্চ পর্যায় বৈঠকে নতুন কিছু পরিষেবা চালু করার ঘোষণাও করতে পারেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন সূত্রের খবর।
