
স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র মামলায় বয়সের ছাড় নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, এবার তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
শুক্র ও শনিবার তীব্র প্রতিবাদ। যা রূপ নিয়েছিল সংঘাতের। মুর্শিবাদের বেলডাঙায় হওয়া বিক্ষোভ রূপ নিয়ে অশান্তির। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আবহাওয়া এখন অনেকটাই শান্ত।
কলকাতা: পুলিশে-মানুষে খণ্ডযুদ্ধ। রবিবার সন্ধ্যায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। যার রেশ কাটেনি সোমবার সকালেও। আমহার্স্ট স্ট্রিট-কাণ্ডের পর এখনও বন্ধ রয়েছে শ্যামাসুন্দরী মন্দির। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মন্দিরের দরজা খোলেননি কর্তৃপক্ষ। বাইরে ঠায় দাঁড়িয়ে মানুষ। ৩ ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষারত ভক্তরা।
জানা গিয়েছে, রবিবার অমাবস্যার বিশেষ তিথি ছিল। সেই সুবাদেই আয়োজন হয়েছিল বিশেষ পুজোর। তখনই বাঁধে গণ্ডগোল। পুণ্যার্থীদের অভিযোগ, অধিকাংশের তখনও পুজোই দেওয়া হয়নি। কিন্তু সন্ধ্যা ৬টা বাজতেই মন্দিরের দরজা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আর পুজো দেওয়া যাবে না বলেও জানিয়ে দেয়। যার জেরে তৈরি হয় ক্ষোভ।