West Bengal News Today Live: ‘শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন’, অরূপের অব্যাহতি নিয়ে কটাক্ষ শুভেন্দু-শমীকের

Live Updates: ১৭ নম্বর লক্ষ্মী পল্লী থার্ড লেনে শ্যাম পানা কুঞ্জ নামে একটি বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। কৈলাশ কুমার ভার্মা নামে এক হুন্ডি কারবারি এখানে থাকেন বলে জানা যাচ্ছে। নেপথ্যে কোনও বেআইনি লেনদেন কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News Today Live: শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, অরূপের অব্যাহতি নিয়ে কটাক্ষ শুভেন্দু-শমীকের
সাংবাদিক বৈঠকে শুভেন্দু-শমীক Image Credit source: TV 9 Bangla

Dec 17, 2025 | 12:44 PM

LIVE NEWS & UPDATES

  • 17 Dec 2025 12:44 PM (IST)

    তোপের পর তোপ শুভেন্দুর

    • ২০১৫ সালে মূল বিনিয়োগকারী হিসাবে মউ সাক্ষর করেছিল আইটিসি, ভারতী এন্টারপ্রাইজ, আরপি গ্রুপ। কিন্তু বাস্তবায়িত কিছুই হয়নি।  সেবার বিজিবিএসের আয়োজন করতে খরচ হয়েছিল ২৫ কোটি টাকা।
    • ২০১৬ সালের আয়োজনে খরচ ৩০ কোটি টাকা। ২০১৭ সালে খরচ ৩৫ কোটি টাকা। ২০১৮ সালে মূল বিনিয়োগকারী ছিল রিলায়েন্স গ্রুপ, জেএসডাব্লুউ, অম্বুজা নেওটিয়া, আরপি গ্রুপ। সেবার আয়োজনে খরচ হয়েছিল ৪০ কোটি টাকা।
    • বিজিবিএস আয়োজনেই এখনও পর্যন্ত রাজ্যে খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। উপহার, ভাষণ, খাওয়া-দাওয়াতেই এই টাকা খরচ। এই তুলনায় এই রাজ্যে বিনিয়োগ জিরো। বিজিবিএস আজ একটা ফ্লপ শো।
  • 17 Dec 2025 12:43 PM (IST)

    আসন্ন বাণিজ্য সম্মেলন নিয়েও রাজ্যকে কটাক্ষ শুভেন্দুর

    রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু বলেন, “ধনধান্য অডিটোরিয়ামে দুদিনব্যাপী বিজনেস সামিট হতে চলেছে। বিজিবিএসে মুখ্যমন্ত্রী ২০১৫ সাল থেকে মউ সাক্ষরের খতিয়ান তুলে ধরতে চলেছেন। ২০১৫ সালে মোট বিনিয়োগ ২ লক্ষ ৪৩ হাজার ১০০ কোটি টাকা। মউ সাক্ষরিত হয়েছিল ৫৪টি। ২০১৬ সালে মউ সাক্ষরিত হয়েছিল ৯০টি। বিনিয়োগের প্রতিশ্রুতি ২ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। ২০১৭ সালে ঘোষিত বিনিয়োগ ছিল ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা। সাক্ষরিত মউয়ের সংখ্যা ১১০।”  

  • 17 Dec 2025 11:57 AM (IST)

    যুবভারতী-কাণ্ডে ফের রাজ্যের তুলোধনা শমীক ভট্টাচার্যের

    মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের অব্যাহতি নিয়ে বলতে গিয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটা লিওনেল মেসি। আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগতাড়িত বাংলায় একটা পদত্যাগপত্রও দিয়ে দিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। সেটা যদিও ঢেকেও ফেলেন তাও শাকটাকে ঢাকতে পারবেন না।”

  • 17 Dec 2025 11:39 AM (IST)

    অরূপের চিঠির বানান ভুল ধরালেন শুভেন্দু

    •  ক্রীড়ামন্ত্রী পদ অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অরূপ বিশ্বাসের চিঠি, আর তার ইচ্ছাপ্রকাশে মুখ্যমন্ত্রীর সম্মতি-দিনভর এই খবর শিরোনামে।
    • অরূপ বিশ্বাসের গ্রেফতারির দাবিতে সরব হন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    • সাংবাদিক বৈঠকে তিনি বলেন সবটাই ‘আইওয়াশ’, নাটক।
    • এবার নিজের সামাজিক মাধ্যমে ওই চিঠির ছবি পোস্ট করেন শুভেন্দু। আর চিঠিতে ‘ক্রীড়ামন্ত্রী’ শব্দবন্ধের বানান ভুল লেখা নিয়ে মন্ত্রীকে কটাক্ষ করলেন।
    •  চিঠিতে লেখা  ‘ক্রীড়ামন্ত্রী’ ও ‘পরিপ্রেক্ষিতে’ দুটি শব্দবন্ধের বানান ভুল রয়েছে। লেখা রয়েছে ‘ক্রিয়ামন্ত্রী’ ও ‘পরিপেক্ষিতে’।  যুবভারতী ক্রীড়াঙ্গন বানান লেখা ছিল ‘ক্রিয়াঞ্জনে’।
    •  সেই চিঠির ছবি পোস্ট করে লাল কালিতে শব্দ দুটো মার্ক করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।
  • 17 Dec 2025 09:51 AM (IST)

    তৃণমূল পরিচালিত কাঁথি পৌরসভাকে শোকজ ফিরহাদের দফতরের, কেন?

    বিধানসভা নির্বাচনের আর মাস পাঁচেক বাকি। তার আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার বিরুদ্ধে বড় পদক্ষেপ পৌর ও নগর উন্নয়ন দফতরের। একাধিক অভিযোগ পেয়ে কাঁথি পৌরসভাকে শোকজ করল ফিরহাদ হাকিমের দফতর। সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। যথাযথ উত্তর না পেলে কাঁথির পৌরবোর্ড ভেঙে দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

    বিস্তারিত: কাঁথি পৌরসভাকে শোকজ ফিরহাদের দফতরের, ভোটের আগে কেন এই তৎপরতা?

  • 17 Dec 2025 09:10 AM (IST)

    বাড়িতে ঢুকল ৬ আধিকারিক

    • স্থানীয় সূত্রে খবর, তিনটি গাড়িতে ছয় জন সিআইএসএফ নিয়ে পাঁচজন ইডি আধিকারিক ওই বাড়িতে ঢোকেন। দীর্ঘ সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। 
    • হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত অভিযোগের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান বলেই জানা যাচ্ছে।
    • স্থানীয় বাসিন্দারা বলছেন দীর্ঘদিন থেকেই এই পরিবার এখানে থাকে। কিন্তু খুব বেশি যে বাইরের লোকজনের সঙ্গে দেখা হয় এমনটা নয়। সকলের সঙ্গেও খুব বেশি কথাও বলেন না। 

সাতসকালেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের হানা রিষড়ায়। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে। ১৭ নম্বর লক্ষ্মী পল্লী থার্ড লেনে শ্যাম পানা কুঞ্জ নামে একটি বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। কৈলাশ কুমার ভার্মা নামে এক হুন্ডি কারবারি এখানে থাকেন বলে জানা যাচ্ছে। নেপথ্যে কোনও বেআইনি লেনদেন কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।