Bangla NewsKolkata Breaking news in bengali live updates on sir in west bengal kolkata weather politics mamata banerjee latest news on january 27
live now
West Bengal-India News Today Live: ৩২ ঘণ্টা পর আনন্দপুরের সুজিত, দমকলমন্ত্রীকে গো ব্যাক স্লোগান বিজেপির, পাল্টা বিজেপি বিধায়ককে স্লোগান
West Bengal-India News Today Live: আনন্দপুরের নাজিরাবাদে পুড়ে খাক হয়ে যাওয়া গোডাউন কারখানায় নমুনা সংগ্রহ করতে যাবে ফরেনসিক টিম। সোমবারই তিন জনের দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা পর্যন্ত আরও চার জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ ২৫। রাজ্যের সমস্ত খবর দেখতে নজর রাখুন...
মঙ্গলবার কেন্দ্রের তরফে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। মমতা কবে দিল্লি যাবেন, তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
এক জন বৈধ ভোটারের নাম বাদ গেলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কথা বলেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বাংলায় এসআইআর প্রায় শেষ পর্বে। এই আবহে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। সাধারণতন্ত্র দিবসে ঘনিষ্ঠ বৃত্তে এমনই ইঙ্গিত দিয়েছেন মমতা। নজর থাকবে সেদিকে। পাশাপাশি আনন্দপুরের নাজিরাবাদে পুড়ে খাক হয়ে যাওয়া গোডাউন কারখানায় নমুনা সংগ্রহ করতে যাবে ফরেনসিক টিম। সোমবারই তিন জনের দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা পর্যন্ত আরও চার জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ ২৫। রাজ্যের সমস্ত খবর দেখতে নজর রাখুন…