West Bengal-India News Today Live: আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬! মাঝরাতে গ্রেফতার ডেকরেটর গুদামের মালিক

Live: আনন্দপুর অগ্নিকাণ্ডে মঙ্গলবার সন্ধ্যায় আরও ৩টি দেহ উদ্ধার হয়েছে। এথনও পর্যন্ত মোট উদ্ধারের সংখ্যা ১১। ১৪ টি মিসিং ডায়েরি ছিল। রাতে আরও একটা বেড়েছে। অর্থাৎ মোট ১৫টি মিসিং ডায়েরি হয়েছে জানালেন বারুইপুর জেলা পুলিশের এসপি।

West Bengal-India News Today Live: আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬! মাঝরাতে গ্রেফতার ডেকরেটর গুদামের মালিক
Image Credit source: TV 9 Bangla

Jan 28, 2026 | 12:22 PM

LIVE NEWS & UPDATES

  • 28 Jan 2026 12:22 PM (IST)

    Mamata Banerjee: দিল্লি যাত্রা স্থগিত মমতার

    • আজ সিঙ্গুরে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল।
    • সূত্রের খবর, দিল্লি যাত্রা স্থগিত রেখেছেন মুখ্যমন্ত্রী।
    • সিঙ্গুর থেকে সরাসরি নব্বানেই ফিরবেন তিনি। জানা যাচ্ছে, SIR আন্দোলনকে দিল্লি নিয়ে যেতে চান তৃণমূল নেতৃত্ব। তবে এই মুহূর্তে দিল্লি যাচ্ছেন না মমতা।
    • সফর বাতিলের কারণ এই মুহূর্তে স্পষ্ট নয়।
    • আজ দিল্লি যাচ্ছেন না অভিষেকও।
  • 28 Jan 2026 12:01 PM (IST)

    Mamata Banerjee On Maharastra Plane Crash: তদন্তের দাবি মমতার

    •  বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের
    • ঘটনায়  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ তদন্তের দাবি জানালেন।
    • সামাজিক মাধ্যমে পোস্ট করে গভীর শোকপ্রকাশ করেছেন তিনি।
    • পাশাপাশি এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন।  দুর্ঘটনায় অজিত পওয়ার, পাইলট-সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।</
  • 28 Jan 2026 11:54 AM (IST)

    Maharashtra Plane Crash: উঠে আসছে কোন তথ্য?

    • যাঁরা মূলত বিজনেস ট্র্যাভেলের ক্ষেত্রে এই ধরনের ছোট এয়ারক্রাফট ব্যবহার করেন তাঁদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই Learjet 45.
    • গোটা দেশেই এর ব্যবহার রয়েছে। ১৯৯৫ সাল থেকে এই বিমানের প্রোডাকশন শুরু হয়।
    • ২০০৩ সালে এই ফ্লাইটকে ভারতের আকাশে সম্পূর্ণভাবে এর চলাচল বন্ধ করে দেওয়া হয়।
  • 28 Jan 2026 10:06 AM (IST)

    Ajit Pawar: বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার

    • বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের।
    • বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ে তাঁর বিমান।
    • ভেঙে পড়ার পর বিমানে আগুন লেগে যায়।
    • অজিত পওয়ার-সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
  • 28 Jan 2026 10:00 AM (IST)

    Anandapur Fire: আনন্দপুর অগ্নিকাণ্ডে আরও বাড়ল মৃতের সংখ্যা

    •  আরও বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে দু’দিন মিলিয়ে ১৬ দেহ উদ্ধার।
    • আজ নিখোঁজ পরিবারের সদস্যদের রক্তের নমুনা নেওয়া হবে DNA পরীক্ষার জন্য।
    • ডেকরেটর গুদামের মালিক গঙ্গাধরের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে গাফিলতির জেরে মৃত্যু ও অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করেছে। গঙ্গাধরকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
  • 28 Jan 2026 09:05 AM (IST)

    খোঁজ মিলল আরও তিনটি দেহের

    • আনন্দপুর অগ্নিকাণ্ডে মঙ্গলবার সন্ধ্যায় আরও ৩টি দেহ উদ্ধার হয়েছে। এথনও পর্যন্ত মোট উদ্ধারের সংখ্যা ১১।
    • ১৪ টি মিসিং ডায়েরি ছিল। রাতে আরও একটা বেড়েছে। অর্থাৎ মোট ১৫টি মিসিং ডায়েরি হয়েছে জানালেন বারুইপুর জেলা পুলিশের এসপি।
  • 28 Jan 2026 09:05 AM (IST)

    আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার ডেকরেটর গুদামের মালিক

    • আনন্দপুর অগ্নিকাণ্ডে দীর্ঘক্ষণ জেরার পর বেশি রাতে গ্রেফতার ডেকরেটর গুদামের মালিক গঙ্গাধর দাস।
    • দমকলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে গ্রেফতার গঙ্গাধর। আপাতত রাখা হয়েছে বারুইপুর থানায়। এদিনই বারুইপুর আদালতে পেশ। 11 J, 11 L ফায়ার সার্ভিসেস অ্যাক্ট এবং 105 বিএনএস ধারায় মামলা।

কলকাতা: কান্নার রোল পরিবারে। শোকস্তব্ধ পরিজনরা। এরইমধ্যে আনন্দপুর অগ্নিকাণ্ডে আরও বেড়ে গেল মৃতের সংখ্যা। ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না বহু মানুষের। বিভিন্ন জেলা থেকে কাজে এসেছিলেন শ্রমিক, ঠিকাদাররা। কিন্তু ঘটনার পর আর তাঁদের দেখা পাওয়া যায়নি। খবর শুনেই কলকাতায় ছুটে আসেন পরিজনরা। থানায় হয় মিসিং ডায়েরি। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়ে যায়। দমকলের ভূমিকা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। পাশাপাশি ওই এলাকায় কারখানা-গোডাউন তৈরির অনুমতি নিয়েও চলতে থাকে চাপানউতোর।